Advertisement

IPL : 'IPL-এ গুটকা-অ্যালকোহলের বিজ্ঞাপন বন্ধ করা হোক', চেয়ারম্যানকে চিঠি কেন্দ্রের

শেষ হল চ্যাম্পিয়ন্স ট্রফি। চলতি মার্চ মাস থেকেই শুরু হবে ক্রিকেটের মহারণ আইপিএল (IPL 2025)। ২২ মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট। ১৩টি ভেন্যুতে মোট ৭৪টি ম্যাচ হবে। তবে তার আগেই আইপিএল চেয়ারম্যানকে চিঠি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 

IPL IPL
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 10 Mar 2025,
  • अपडेटेड 1:27 PM IST
  • আইরিএল-এ মদ ও গুটকার বিজ্ঞাপন দেখানো উচিত হবে না
  • আইসিসি চেয়ারম্যানকে লিখল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

শেষ হল চ্যাম্পিয়ন্স ট্রফি। চলতি মার্চ মাস থেকেই শুরু হবে ক্রিকেটের মহারণ আইপিএল (IPL 2025)। ২২ মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট। ১৩টি ভেন্যুতে মোট ৭৪টি ম্যাচ হবে। তবে তার আগেই আইপিএল চেয়ারম্যানকে চিঠি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 

স্বাস্থ্য মন্ত্রকের তরফে আইপিএল চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে জানানো হয়েছে, IPL ম্যাচ চলাকালীন গুটকা ও অ্যালকোহলের বিজ্ঞাপন দেখানো উচিত হবে না। দেশের সবথেকে বড় টুর্মানেন্ট এই আইপিএল। তাতে যদি তামাক ও অ্যালকোহলের বিজ্ঞাপন দেখানো হয় তাহলে তার প্রভাব সাধারণ মানুষের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পড়তে পারে। আইপিএল চলাকালীন শুধু স্টেডিয়ামের ভিতর বা বাইরে নয়। টেলিভিশনেও সেই সব বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ করা উচিত বলেই মনে করে ক্রিড়া মন্ত্রক। 

প্রসঙ্গত, এখন টেলিভিশনে বহুলভাবে গুটখার বিজ্ঞাপন দেওয়া হয়। যা নিয়ে সরব হয়েছেন অনেকে। টেলিভিশনে এই ধরনের বিজ্ঞাপন দেখানো উচিত নয় বলেই মনে করেন সমাজবিদরা। তাঁদের মতে, গুটখার দেখে জনমানসে তার প্রভাব পড়তে পারে। যা কোনওভাবেই কাম্য নয়। গুটখা নিয়ে বিভিন্ন মামলাও হয়েছে দেশে। সেই প্রেক্ষিতেই আইপিএল-এ বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা জারি করতে চাইছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 

আইপিএল-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মে। এবারের টুর্নামেন্টের প্লে-অফ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে হায়দরাবাদ ও কলকাতায়। কোয়ালিফায়ার-২ ও ফাইনাল ম্যাচও হবে এই মাঠে। যেখানে কোয়ালিফায়ার-১ এবং এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে হায়দরাবাদে। 

গতবারের মতো এবারও আইপিএল-এ ১০ দল খেলবে। ৬৫ দিনে এই দলগুলোর মধ্যে ফাইনালসহ মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 
 

Read more!
Advertisement
Advertisement