Advertisement

German ShepherdL: মালিককে বাঁচাতে বাঘের বিরুদ্ধে প্রাণপণ লড়াই, এই পোষা কুকুরের কথা চোখে জল এনে দেবে

মধ্যপ্রদেশের সতনা জেলার এক গ্রামে মালিককে বাঁচাতে বাঘের সঙ্গে অসম লড়াই করে প্রাণ হারাল এক সাহসী জার্মান শেফার্ড কুকুর। গত সপ্তাহে বান্ধবগড় টাইগার রিজার্ভের কাছে এই ঘটনা ঘটে। কুকুরটির বীরত্বপূর্ণ লড়াইয়ে প্রাণ রক্ষা পেল তার মালিকের, তবে শেষ পর্যন্ত গুরুতর আঘাতে মৃত্যু হয় কুকুরটির।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 02 Mar 2025,
  • अपडेटेड 3:38 PM IST
  • মধ্যপ্রদেশের সতনা জেলার এক গ্রামে মালিককে বাঁচাতে বাঘের সঙ্গে অসম লড়াই করে প্রাণ হারাল এক সাহসী জার্মান শেফার্ড কুকুর।
  • গত সপ্তাহে বান্ধবগড় টাইগার রিজার্ভের কাছে এই ঘটনা ঘটে। কুকুরটির বীরত্বপূর্ণ লড়াইয়ে প্রাণ রক্ষা পেল তার মালিকের, তবে শেষ পর্যন্ত গুরুতর আঘাতে মৃত্যু হয় কুকুরটির।

মধ্যপ্রদেশের সতনা জেলার এক গ্রামে মালিককে বাঁচাতে বাঘের সঙ্গে অসম লড়াই করে প্রাণ হারাল এক সাহসী জার্মান শেফার্ড কুকুর। গত সপ্তাহে বান্ধবগড় টাইগার রিজার্ভের কাছে এই ঘটনা ঘটে। কুকুরটির বীরত্বপূর্ণ লড়াইয়ে প্রাণ রক্ষা পেল তার মালিকের, তবে শেষ পর্যন্ত গুরুতর আঘাতে মৃত্যু হয় কুকুরটির।

জানা গেছে, শিবম বদগাইয়া নামের এক ব্যক্তি সন্ধ্যাবেলায় তার পোষ্য কুকুরের সঙ্গে বাড়ির বাইরে ছিলেন। হঠাৎই পাশের জঙ্গল থেকে একটি বাঘ গ্রামে ঢুকে পড়ে এবং শিবমের দিকে তেড়ে আসে। এই বিপজ্জনক পরিস্থিতিতে কুকুরটি এক মুহূর্তও দেরি না করে বাঘের সামনে দাঁড়িয়ে জোরে ঘেউঘেউ করতে থাকে। প্রথমে বাঘ কুকুরটিকে উপেক্ষা করলেও পরে শিবমকে ছেড়ে কুকুরটির দিকে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কামড়ে ধরে টেনে নিয়ে যায়।

শিবম আতঙ্কিত অবস্থায় কুকুরটির বীরত্বের কথা স্মরণ করে বলেন, "আমার প্রিয় পোষ্যটি মরিয়া হয়ে বাঘের সঙ্গে লড়াই করছিল। সে নিজের প্রাণ দিয়ে আমাকে বাঁচিয়েছে।"

গ্রামবাসীরা দ্রুত কুকুরটিকে পশু চিকিৎসকের কাছে নিয়ে গেলেও গুরুতর আঘাতের কারণে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। মালিকের জন্য নিজের জীবন উৎসর্গ করা এই সাহসী কুকুরটির মৃত্যুতে গোটা গ্রাম শোকস্তব্ধ। পশুপ্রেমীরা এই ঘটনা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছেন এবং কুকুরটির সাহসিকতার প্রশংসা করেছেন।


 

Read more!
Advertisement
Advertisement