Advertisement

Himachal Pradesh: মুখ্যমন্ত্রীর জন্য আনা শিঙাড়া কে খেল? হিমাচলে তোলপাড়, তদন্তে CID

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর জন্য পাঁচতারা হোটেল থেকে আনা সিঙ্গারা এবং কেক খাওয়া নিয়ে সে রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রীর জন্য বিশেষভাবে আনা এই খাবার কেন তাঁকে পরিবেশন করা হয়নি এবং কোথায় হারিয়ে গিয়েছে, সেই রহস্য উদ্ঘাটনে সিআইডি তদন্ত শুরু করেছে।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 08 Nov 2024,
  • अपडेटेड 1:47 PM IST
  • হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর জন্য পাঁচতারা হোটেল থেকে আনা সিঙ্গারা এবং কেক খাওয়া নিয়ে সে রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
  • মুখ্যমন্ত্রীর জন্য বিশেষভাবে আনা এই খাবার কেন তাঁকে পরিবেশন করা হয়নি এবং কোথায় হারিয়ে গিয়েছে, সেই রহস্য উদ্ঘাটনে সিআইডি তদন্ত শুরু করেছে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর জন্য পাঁচতারা হোটেল থেকে আনা সিঙ্গারা এবং কেক খাওয়া নিয়ে সে রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রীর জন্য বিশেষভাবে আনা এই খাবার কেন তাঁকে পরিবেশন করা হয়নি এবং কোথায় হারিয়ে গিয়েছে, সেই রহস্য উদ্ঘাটনে সিআইডি তদন্ত শুরু করেছে।

ঘটনায় সিআইডি পাঁচজন অধস্তন অফিসারকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে। প্রাথমিক অনুসন্ধান রিপোর্টে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা ওই সিঙ্গারা ও কেক খেয়েছেন। বিষয়টি নিয়ে সিআইডি’র আইজি পদমর্যাদার এক অফিসারও অসন্তোষ প্রকাশ করেছেন এবং পদস্থ কর্তৃপক্ষকে না জানিয়ে অধস্তন অফিসারদের এমন সিদ্ধান্তকে শৃঙ্খলাবিরোধী বলে অভিহিত করেছেন।

তথ্য অনুযায়ী, সিআইডি সদর দফতরে এক অনুষ্ঠানে অতিথি আপ্যায়নের দায়িত্ব পর্যটন দফতরের ছিল। তবে, মুখ্যমন্ত্রীর খাবারের তালিকায় কেক ও সিঙ্গারা ছিল না, চিকিৎসকের পরামর্শে তিনি মিষ্টি এবং ভাজা খাবার এড়িয়ে চলছেন। এ অবস্থায় মুখ্যমন্ত্রীর জন্য খাবার এনে দেওয়া হলেও তা পরিবেশিত না হওয়ায় বিতর্কের সূত্রপাত হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, মুখ্যমন্ত্রীর জন্য আনা খাবার এক মহিলা ইন্সপেক্টর পর্যটন দফতরের কর্মকর্তাদের দিতে চেয়েছিলেন। কিন্তু তাঁরা জানান যে খাবারটি মেনুতে নেই। এরপর ওই মহিলা ইন্সপেক্টর খাবারগুলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীদের খেতে দেন। এই ঘটনার জন্য তাঁকেও কারণ দর্শানোর নোটিস ধরানো হয়েছে।

বিষয়টি নিয়ে বিজেপিও সরব হয়েছে। দলের অভিযোগ, সাধারণ মানুষের সমস্যার সমাধান না করে সরকার এখন এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিষয়ে বেশি ব্যস্ত। তারা বলেছে, সিআইডি মুখ্যমন্ত্রীর খাবার নিয়ে তদন্তে ব্যস্ত, অপরাধ দমন ও অপরাধ তদন্তে মনোযোগ দিচ্ছে না। ঘটনা নিয়ে সিআইডি শীর্ষ কর্মকর্তাদের মধ্যেও মতানৈক্য দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, আইজি কেন মুখ্যমন্ত্রীর জন্য পাঁচতারা হোটেল থেকে সিঙ্গারা এবং কেক আনালেন, যা অতিথি আপ্যায়নের দায়িত্বে থাকা পর্যটন দফতরকে আগে থেকেই জানানো হয়নি।


 

Read more!
Advertisement
Advertisement