Advertisement

Operation Mahadev: কাশ্মীরে 'অপারেশন মহাদেব' কীভাবে? পুরোটা জানালেন শাহ

পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের ওপর নৃশংস হত্যালীলার জবাবে চালানো হয় 'অপারেশন মহাদেব'। সন্ত্রাসবাদী হামলার তিন জঙ্গিই সেনার গুলিতে নিহত। মঙ্গলবার লোকসভায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিন জঙ্গির নাম সুলেমান, আফগান এবং জিবরান। এই তিন জনকে খাবার জোগানো ব্যক্তিকে আগেই আটক করা হয়েছিল। শাহ জানান, জঙ্গিদের দেহ শ্রীনগরে আনা হয়। পহেলগাঁওকাণ্ডে আটক হওয়া ব্যক্তিদের দিয়ে তিন নিহত জঙ্গির দেহ শনাক্ত করানো হয়। নিহত জঙ্গিদের ছবিও প্রকাশ করা হয়। মঙ্গলবার ভোর ৪টায় সন্ত্রাসবাদীদের নিশ্চিত করা হয়েছে। 

'অপারেশন মহাদেব'-এ ৩ জঙ্গিকে কীভাবে নিকেশ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'অপারেশন মহাদেব'-এ ৩ জঙ্গিকে কীভাবে নিকেশ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 29 Jul 2025,
  • अपडेटेड 1:50 PM IST

পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের ওপর নৃশংস হত্যালীলার জবাবে চালানো হয় 'অপারেশন মহাদেব'। সন্ত্রাসবাদী হামলার তিন জঙ্গিই সেনার গুলিতে নিহত। মঙ্গলবার লোকসভায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিন জঙ্গির নাম সুলেমান, আফগান এবং জিবরান। এই তিন জনকে খাবার জোগানো ব্যক্তিকে আগেই আটক করা হয়েছিল। শাহ জানান, জঙ্গিদের দেহ শ্রীনগরে আনা হয়। পহেলগাঁওকাণ্ডে আটক হওয়া ব্যক্তিদের দিয়ে তিন নিহত জঙ্গির দেহ শনাক্ত করানো হয়। নিহত জঙ্গিদের ছবিও প্রকাশ করা হয়। মঙ্গলবার ভোর ৪টায় সন্ত্রাসবাদীদের নিশ্চিত করা হয়েছে। 

'অপারেশন সিঁদুর' নিয়ে আলোচনার দ্বিতীয় দিন 'অপারেশন মহাদেব'-এ কীভাবে সন্ত্রাসবাদীদের খুঁজে নিকেশ করা হল তা জানান শাহ। 

'২২মে দাচিগাম এলাকায় সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর মেলে'
ইন্টেলিজেন্স ব্যুরো ২২মে দাচিগাম এলাকায় সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে তথ্য দিয়েছিল মানব গোয়েন্দারা। এই তথ্য নিশ্চিত করার জন্য মে থেকে ২২ জুলাই পর্যন্ত ক্রমাগত চেষ্টা চালানো হয়। ওপর থেকে সিগন্যাল পেতে সেনাবাহিনীর সদস্যরা ওত পেতে থাকে। আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। ২২ জুলাই সেন্সরের মাধ্যমে সন্ত্রাসবাদীদের উপস্থিতি নিশ্চিত করা হয়। পুলিশ এবং সেনা জওয়ানরা সন্ত্রাসবাদীদের ঘিরে ফেলে।

অভিযানের বিস্তারিত বিবরণ দিয়ে শাহ বলেন, নিরাপত্তা বাহিনীকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সন্ত্রাসবাদীরা যাতে কোনওভাবেই দেশ ছেড়ে পালিয়ে না যেতে পারে। এতদিন পর জঙ্গি নিহতের ঘটনা প্রকাশ্যে আনা হল? তাতে শাহ সাফ জানান, নিরাপত্তা বাহিনী নিহত সন্ত্রাসবাদীদের পরিচয় পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদীদের সঙ্গে মেলানোর চেষ্টা করেছে। এরপর ধীরে ধীরে বিস্তারিত তথ্য গণমাধ্যমে প্রকাশ করা হয়।

সন্ত্রাসবাদীর রাইফেল মিলিয়ে দেখা হয়
শাহ বলেন, "সন্ত্রাসবাদী হামলার কার্তুজের FSL রিপোর্ট ইতিমধ্যেই প্রস্তুত... গতকাল, তিন সন্ত্রাসবাদীর রাইফেল বাজেয়াপ্ত করা হয়েছে। FSL রিপোর্টের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। সন্ত্রাসবাদীদের কাছ থেকে M9 আমেরিকান রাইফেল এবং দু'টি AK-47 উদ্ধার করা হয়েছে। এরপর, নিশ্চিত হওয়া গেছে যে এই তিনজনই সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল। 

Advertisement

তিন সন্ত্রাসবাদী নিহত
শাহ জানান, "বৈসরণ উপত্যকায় ধর্ম জিজ্ঞাসা করে নিরীহ সাধারণ নাগরিকদের বেছে বেছে পরিবারের সামনে হত্যা করা হয়েছিল। সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে হামলায় জড়িত তিন সন্ত্রাসবাদীকে নিষ্ক্রিয় করা হয়। 

গত মাসে, জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে দুই স্থানীয়- পারভেজ আহমেদ জোথার এবং বাশির আহমেদকে এনআইএ গ্রেফতার করে। 

'যারা সন্ত্রাসবাদীদের খাবার সরবরাহ করে তাদের আগেই আটক করা হয়েছিল': শাহ
শাহ বলেন, "যারা সন্ত্রাসবাদীদের খাবার সরবরাহ করত, তাদের সবার আগে আটক করা হয়েছিল। এই সন্ত্রাসবাদীদের দেহ শ্রীনগরে আনার পর আটকেরা এই দেহগুলি শনাক্ত করে।"

তবে 'অপারেশন মহাদেব'-এ তিন জঙ্গি হত্যার খবর নিশ্চিত করার পর হট্টোগোল শুরু করেন বিরোধী সাংসদেরা। পাল্টা শাহ জবাব দেন, "আমি আশা করেছিলা আপনারা পহেলগাঁও সন্ত্রাসবাদীদের হত্যার খবর শুনে খুশি হবেন। কিন্তু আপনাদের খুশি বলে মনে হচ্ছে না।"

আজ সংসদে অপারেশন সিঁদুর নিয়ে বিতর্ক চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে ভাষণ দিচ্ছেন। সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর ভাষণ দিয়ে এই বিতর্ক শুরু হয়েছিল। কাল রাত ১টা পর্যন্ত চলে। মঙ্গলবার ফের আলোচনা শুরু হয়।

Read more!
Advertisement
Advertisement