Advertisement

Mohan Bhagwat: অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রতিষ্ঠা জানুয়ারিতেই, তারিখ ঘোষণা ভাগবতের

২০২৪ সালের জানুয়ারি মাসে রামমন্দিরের উদ্বোধনের ডেডলাইন। আপাতত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। জোর কদমে চলছে নির্মাণকাজ। গত ২১ অক্টোবর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায় রাম জন্মভূমিতে গিয়ে কাজের গতিবিধি পরিদর্শন করেছেন।

মোহন ভাগবত
Aajtak Bangla
  • নাগপুর,
  • 24 Oct 2023,
  • अपडेटेड 6:18 PM IST

বছর ঘুরলেই অযোধ্যার রামমন্দির উদ্বোধন। ২২ জানুয়ারি নবনির্মিত রামমন্দিরে প্রতিষ্ঠা করা হবে রামলালাকে। জানালেন RSS প্রধান মহোন ভাগবত। আজ অর্থাত্‍‌ মঙ্গলবার নাগপুরে আরএসএস-এর দশেরা সভায় ভাগবতের ঘোষণা, রামমন্দিরে রামের প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দেশজুড়ে কর্মসূচি পালন করা হবে। 

২০২৪ সালের জানুয়ারি মাসে রামমন্দিরের উদ্বোধনের ডেডলাইন। আপাতত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। জোর কদমে চলছে নির্মাণকাজ। গত ২১ অক্টোবর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায় রাম জন্মভূমিতে গিয়ে কাজের গতিবিধি পরিদর্শন করেছেন।

এদিনের অনুষ্ঠানে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বিজয়া দশমী উপলক্ষে শাস্ত্রপুজো করেন আরএসএস প্রধান। বলেন, 'নির্বাচন আসছে, মনে রাখবেন ভোট দেওয়া প্রতি নাগরিকের কর্তব্য়। প্রত্যেকেরই সেই কর্তব্য পালন করা উচিত। শান্ত মনে চিন্তা করুন কে ভালো ও কে ভালো কাজ করেছে। ভারতীয় জনগণের সবকিছুর অভিজ্ঞতা রয়েছে। যারা সেরা তাদের ভোট দিন।'

রাম মন্দির নির্মাণ ট্রাস্ট আগেই জানিয়েছে, মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ২০২০-এর ৫ অগাস্ট প্রধানমন্ত্রী মন্দিরের উদ্বোধন করেছিলেন। ট্রাস্ট জানিয়েছিল জানুয়ারির তৃতীয় সপ্তাহের কোনও দিন মন্দির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভাগবত মঙ্গলবার জানালেন, রামলালা প্রতিষ্ঠা করা হবে ২২ জানুয়ারি। 

১৪ জানুয়ারি থেকে টানা দশদিন ধরে চলবে মূর্তি প্রতিষ্ঠা বা প্রাণ প্রতিষ্ঠা উৎসব চলবে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement