Advertisement

Independence Day 2024: ৭৭ নাকি ৭৮, এবার কত তম স্বাধীনতা দিবস, বেশিরভাগই জানে না

আসন্ন ১৫ অগাস্ট স্বাধীনতার ৭৭তম বার্ষিকী নাকি ৭৮তম বার্ষিকী হবে তা নিয়ে জনগণের মনে একটি সংশয় রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোনটা ঠিক?

৭৭ নাকি ৭৮, এবার কত তম স্বাধীনতা দিবস, বেশিরভাগই জানে না৭৭ নাকি ৭৮, এবার কত তম স্বাধীনতা দিবস, বেশিরভাগই জানে না
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Aug 2024,
  • अपडेटेड 6:03 PM IST
  • ১৯৪৮ সালের ১৫ অগাস্ট স্বাধীনতার প্রথম বার্ষিকী হিসেবে পালিত হয়
  • এই বছর ১৫ অগাস্টের থিম 'উন্নত ভারত'

১৯৪৭ সালের ১৪ অগাস্ট পন্ডিত জওহরলাল নেহরু তৎকালীন সংসদ ভবন থেকে ভারতের স্বাধীনতা ঘোষণা করেন। 'Tryst with Destiny' ভাষণ দিয়ে নেহেরু স্বাধীনতার পর নতুন ভারতের কথা বলেছিলেন। সর্বত্র আনন্দের জোয়ার। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সংসদ ভবনে পৌঁছে গিয়েছিল গোটা ভারত। সেই প্রথম ভারতের স্বাধীনতা উদযাপন করা হয়েছিল। সেই রাতে নেহরু যে ভাষণ দিয়েছিলেন তা এখনও বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে বিবেচিত হয়। ভারত আবারও ২০২৪ সালে ১৫ অগাস্ট স্বাধীনতা উদযাপন করবে। আসন্ন ১৫ অগাস্ট স্বাধীনতার ৭৭তম বার্ষিকী নাকি ৭৮তম বার্ষিকী হবে তা নিয়ে জনগণের মনে একটি সংশয় রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোনটা ঠিক?

এই বছর ভারত কোন স্বাধীন দিবস উদযাপন করবে?

১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীন হয় এবং এক বছর পরে অর্থাৎ ১৯৪৮ সালের ১৫ অগাস্ট স্বাধীনতার প্রথম বার্ষিকী হিসেবে পালিত হয়। ১৯৪৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেখা গেলে এই বছর ভারত স্বাধীনতার ৭৭তম বার্ষিকী উদযাপন করছে। কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর ৭৮ বছর হয়ে গিয়েছে। এ বছর ভারত তার ৭৮তম স্বাধীনতা উদযাপন করবে।

আরও পড়ুন

এবারের থিম এবং উদযাপন: স্বাধীনতার ৭৮ বছর উদযাপনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। সর্বত্রই চলছে জোরকদমে প্রস্তুতি। এই বছর ১৫ অগাস্টের থিম 'উন্নত ভারত'। এই থিমের মূল উদ্দেশ্য হল ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করা। যে দেশ সত্যিকার অর্থে স্বাধীন হবে। এর সঙ্গেই প্রধানমন্ত্রী মোদীর শুরু করা 'হর ঘর তিরঙা' অভিযানেরও ৩ বছর পূর্ণ হবে। এ বছরও হর ঘর তেরঙা অভিযান শুরু হয়েছে ৯ অগাস্ট থেকে এবং চলবে ১৫ অগাস্ট পর্যন্ত। এই অভিযান শুরু করার পেছনে সরকারের একমাত্র উদ্দেশ্য ছিল দেশবাসীকে দেশের প্রতি শ্রদ্ধাবোধ সম্পর্কে শিক্ষিত করা এবং দেশের প্রতি মানুষের মনে দেশপ্রেমের অনুভূতি জাগ্রত করা।

Advertisement

Read more!
Advertisement
Advertisement