Advertisement

Independence Day 2025: তিরঙা ঘুড়ি থেকে বৃক্ষরোপন, এই ৬ রাজ্যে অন্যরকম হয় স্বাধীনতা দিবস

Independence Day 2025: দেখতে দেখতে আরও একটা ১৫ অগাস্ট চলে এল। দেশ স্বাধীন হওয়ার ৭৯তম বছর। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে স্বাধীন দেশ হিসাবে ঘোষিত হয়। সেই থেকে প্রতি বছর ১৫ অগাস্ট ভারতে স্বাধীনতা, ঐক্য এবং গণতন্ত্রের প্রতীক হিসাবে পালিত হয়।

স্বাধীনতা দিবস উদযাপনস্বাধীনতা দিবস উদযাপন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 12 Aug 2025,
  • अपडेटेड 1:59 PM IST
  • দিল্লি ছাড়াও দেশের বেশ কিছু প্রান্তে স্বাধীনতা দিবসটি সুন্দর করে পালন করা হয়।

দেখতে দেখতে আরও একটা ১৫ অগাস্ট চলে এল। দেশ স্বাধীন হওয়ার ৭৯তম বছর। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে স্বাধীন দেশ হিসাবে ঘোষিত হয়। সেই থেকে প্রতি বছর ১৫ অগাস্ট ভারতে স্বাধীনতা, ঐক্য এবং গণতন্ত্রের প্রতীক হিসাবে পালিত হয়। দিল্লি ছাড়াও দেশের বেশ কিছু প্রান্তে স্বাধীনতা দিবসটি সুন্দর করে পালন করা হয়। আসুন জেনে নিই কোন রাজ্যের মানুষ এই দিনটিকে কীভাবে পালন করে আসছেন। 

কর্নাটক
এই রাজ্যে স্কুল, সরকারি ভবন এবং গুরুত্বপূর্ণ স্থানগুলিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও দেশাত্মবোধক গান, জাতীয় সঙ্গীত গাওয়ার পাশাপাশি পরিবেশগত সচেতনতা বৃদ্ধির জন্য বৃক্ষরোপন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মতো কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

গুজরাত
মহাত্মা গান্ধীর জন্মস্থান গুজরাত, দেশের স্বাধীনতা অর্জনের পিছনে গান্ধীজির অবদান অনস্বীকার্য। এখানে স্বাধীনতা দিবসের দিন গান্ধীজির ছবিতে মালা দেওয়া হয়। পতাকা উত্তোলন করার পাশাপাশি এ রাজ্যের ঐতিহ্যবাহী গরবা নাচ, দেশাত্মবোধক নাটক হয় স্কুল-কলেজগুলিতে। এছাড়াও কুচকাওয়াজের আয়োজন করা হয়। 

তামিলনাড়ু
চেন্নাইয়ের মেরিনা সি-বিচে পতাকা উত্তোলন করা হয় ১৫ অগাস্টের দিন। সরকারি ভবনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। দেশাত্মবোধক থিমের সঙ্গে তামিলনাড়ুর সংস্কৃতিকে মাথায় রেখে এ রাজ্যের ঐতিহ্য ভারতনাট্যম ও কর্নাটক সঙ্গীত পরিবেশিত হয়। 

মহারাষ্ট্র
এ রাজ্যের রাস্তায় রাস্তায় ১৫ অগাস্ট পালন করা হয়। রঙিন শোভাযাত্রা, দেশাত্মবোধক গানে মুখরিত হয়ে ওঠে সব জায়গা। মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া ও গুরুত্বপূর্ণ স্থানগুলিতে জাঁকজমকপূর্ণ পতাকা উত্তোলন অনুষ্ঠান দেখা যায়। 

পশ্চিমবঙ্গ
প্রতি বছর এ রাজ্যে ১৫ অগাস্টের দিনটি সুন্দরভাবে পালন করা হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ একাধিক সরকারি জায়গায় পতাকা উত্তোলন হয়। রেড রোডে আয়োজন করা হয় ১৫ অগাস্টের বিশেষ অনুষ্ঠান। যেখানে কলকাতা পুলিশ সহ রাজ্যের একাধিক স্কুলগুলি অংশ নেয়। 

পঞ্জাব
পঞ্জাবে স্বাধীনতা দিবস পালন হয় ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার মাধ্যমে। আকাশে ওড়ে তিরঙা রঙের ঘুড়ি, যা স্বাধীনতার চেতনার প্রতীক। 

Advertisement

দিল্লি
রাজধানী দিল্লিতে ১৫ অগাস্টের উদযাপন দেখার জন্য সকলেরই চোখ থাকে টিভির দিকে। লাল কেল্লায় স্বাধীনতা দিবস পালন করা হয়। যেখানে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সামরিক কুচকাওয়াজ, একাধিক রাজ্যের ট্যাবলো সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন রাজ্য, দেশ-বিদেশের প্রতিনিধিরা আমন্ত্রিত থাকেন। 

Read more!
Advertisement
Advertisement