
প্রতিটি ভারতীয়ের জন্য গর্বের মুহূর্ত। ৭৭তম সাধারণতন্ত্র দিবস পালন করছে ভারত। কর্তব্য পথে গর্বের সঙ্গে উড়ে চলেছে তেরঙা পতাকা। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে বিশেষ অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তব্য পথে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পুরোভাগে রয়েছেন। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত হবেন ১০০০০ বিশেষ অতিথি। তাঁদের মধ্যে থাকবেন কৃষক থেকে শুরু করে বিজ্ঞানী, খেলোয়াড় থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের মানুষেরা।
এবারের প্রজাতন্ত্র দিবসের বিশেষত্ব হল, এবার বাংলার যোগ প্রবল। এবার বন্দে মাতরমের ১৫০ পূর্তিই মূল থিম। এই গান কীভাবে রাষ্ট্রপ্রেম প্রদশর্নের অস্ত্র হয়ে দাঁড়িয়েছিল, সেটাই তুলে ধরার চেষ্টা হবে।
এবারের অনুষ্ঠানে নিজেদের শৌর্য দেখাবে ভারতীয় সেনাও। এই প্রথমবার কুচকাওয়াজে ভারতীয় সেনাবাহিনীর পর্যায়ক্রমে যুদ্ধক্ষেত্রের বিন্যাস দেখাবে। প্রথমবারের জন্য প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নয়া ভৈরব লাইট কম্যান্ডো ব্যাটেলিয়ন এবং শক্তিবান রেজিমেন্ট যোগ দেবে। ৬১তম অশ্বারোহী বাহিনীর সৈন্যরা সম্পূর্ণ সক্রিয় যুদ্ধ পোশাকে এই অনুষ্ঠানে হাজির থাকছে। এরপর ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি আর্মার্ড লাইট স্পেশালিস্ট ভেহিকেল, হাই মোবিলিটি রিকনেসান্স ভেহিকেলের প্রদর্শনী দেখানো হবে। এরপর আকাশে বীরত্ব প্রদর্শন করবে সশস্ত্র অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার। HAL-এর রুদ্র হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে কীভাবে পারফর্ম করে, তা দেখানো হবে এই পর্যায়েই।
এরপর, T-90 ভীষ্ম ও অর্জুন যুদ্ধ ট্যাঙ্ক মূল মঞ্চের সামনে দিয়ে যাবে। অ্যাপাচি AH-64E এবং লাইট ওয়ার হেলিকপ্টারগুলি উপর থেকে বিমান সহায়তা প্রদান করবে। BMP-2 পদাতিক যুদ্ধ যান এবং সেগুলির সঙ্গে থাকা নাগ মিসাইল সিস্টেম (ট্র্যাকড) মার্ক-2 থাকবে এর পিছনেই। এরপর আসবে ভারতীয় সেনার আরও একটি বিশেষ টিম। রোবোটিক কুকুর, চালক ছাড়াই স্থল যুদ্ধ গাড়ি এই প্রসেশনে যোগ দেবে।
এবারের সাধারণতন্ত্র দিবসের অন্যতম আকর্ষণ হতে চলেছে ভারতীয় বিমান বাহিনীর চোখধাঁধানো ফ্লাইপাস্ট। অপারেশন 'সিন্দুর'-এ অংশ নেওয়া যুদ্ধবিমানগুলিকে কেন্দ্র করে বিশেষ ‘সিন্দুর’ ফর্মেশন প্রদর্শন করা হবে। এই ফ্লাইপাস্টে রাফালে, সুখোই-৩০, মিগ-২৯ এবং জাগুয়ার-এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান অংশ নেবে। আকাশে তাদের নিখুঁত কৌশল ও শক্তির প্রদর্শন ভারতের প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রযুক্তিগত আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠবে। এই বিশেষ অনুষ্ঠানে সুপারসনিক ব্রহ্মোস সিস্টেম ও দেশীয় সূর্যাস্ত্র ইউনিভার্সাল রকেট লঞ্চার সিস্টেম দ্বারা দূরপাল্লার অ্যাকুইরেসি এবং অসাধারণ ক্ষমতাও দেখানো হবে।