Advertisement

INDIA জোটের সমন্বয় কমিটিতে অভিষেক, আসন সমঝোতা শীঘ্রই

তবে ১৩ সদস্যের এই কো-অর্ডিনেশন কমিটির নেতা কে, তা এদিন ঘোষণা করা হয়নি। বৈঠকে নেওয়া রেজোলিউশন অনুযায়ী, আগামী লোকসভা নির্বাচনে INDIA জোটের দলগুলি যেখানে সম্ভব, একসঙ্গেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আসন সমঝোতা নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।

সমন্বয় কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • মুম্বই,
  • 01 Sep 2023,
  • अपडेटेड 3:27 PM IST

মুম্বইয়ের বৈঠকে ১৩ সদস্যের কো-অর্ডিনেশন কমিটি ঘোষণা করল বিরোধী জোট INDIA। সূত্রের খবর, আজ অর্থাত্‍ শুক্রবারের মিটিংয়ে INDIA জোটকে রাস্তায় নেমে আন্দোলনের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিরোধী কো-অর্ডিনেশন কমিটিতে যে ১৩ জন রয়েছেন, তাঁরা হলেন, কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, এনসিপি প্রধান শরদ পাওয়ার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, শিবসেনা (ইউবিটি) সঞ্জয় রাউত, আরজেডি নেতা ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপ সাংসদ রাঘব চড্ডা, সমাজবাদী পার্টির জাভেদ খান, জনতা দল (ইউনাইটেড) নেতা লালন সিং, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সিবিআই নেতা ডি রাজা, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা ও পিডিপি প্রধান মেহবুবা মুফতি। সমন্বয় কমিটিতে সিপিএম-এর কোনও প্রতিনিধি নেই। নেই সনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ও।

ছবি সৌজন্য পিটিআই


তবে ১৩ সদস্যের এই কো-অর্ডিনেশন কমিটির নেতা কে, তা এদিন ঘোষণা করা হয়নি। বৈঠকে নেওয়া রেজোলিউশন অনুযায়ী, আগামী লোকসভা নির্বাচনে INDIA জোটের দলগুলি যেখানে সম্ভব, একসঙ্গেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আসন সমঝোতা নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিনের বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, 'পটনা এবং বেঙ্গালুরু বৈঠক দেখে বিজেপির আশঙ্কা বেড়েছে। তাই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে আক্রমণের মাত্রা বাড়ানো হবে। বিজেপির এই প্রতিহিংসার রাজনীতির মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের নাগরিকরা আর যেন প্রতারিত না হয়। ১৪০ কোটি ভারতবাসী পরিবর্তন চাইছে। একনায়কতন্ত্র সরকারের বিতাড়নের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে।'

INDIA জোটের অভিন্ন ন্যূনতম কর্মসূচি তৈরির জন্য সব দলকে বুলেট পয়েন্ট তৈরি করতে বলেন খাড়গে।  ২ অক্টোবর জোটের অভিন্ন ন্য়ূনতম কর্মসূচি প্রকাশ করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

Advertisement


Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement