সীমান্তে কাঁটাতার নিয়ে ভারত ও বাংলাদেশ সেনার মধ্যে তৈরি হয়েছে বিতণ্ডা। এমন পরিস্থিতির মাঝে বুধবার ভারত-বাংলাদেশ সেক্টর কমান্ডার পর্যায়ের সমন্বয় বৈঠক হল। ওই বৈঠকে সীমান্তের স্থিতাবস্থা বজায় রাখা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি নিয়ে সহমত হয়েছে দুই দেশ।
বৈঠকে উপস্থিতি ছিলেন বিএসএফের সেক্টর হেডকোয়ার্টার ডিআইজি তরণী কুমার এবং বাংলাদেশের তরফে বিজিবি-র খুলনা হেডকোয়ার্টারের সেক্টর কমান্ডার কর্নেল মেহেদি হাসান। এছাড়া দুই তরফের প্রতিনিধি দলে ছিলেন ব্যাটালিয়ন কমান্ডার এবং স্টাফ অফিসাররা। একাধিক বিষয়ে সহমতি হয়েছে দুই দেশের সেনাবাহিনীর।
গত কয়েকদিন ধরে সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে বাক-বিতণ্ডায় জড়িয়েছে ভারত ও বাংলাদেশ। সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এমতাবস্থায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বৈঠকে এই প্রসঙ্গও এসেছে। জানা গিয়েছে, সীমান্ত এলাকায় নির্মাণপ্রকল্প, কাঁটাতার দেওয়া নিয়ে কথা হয়েছে। এছাড়া আলোচনা হয়েছে পশু পাচার, মানব পাচার এবংঅনুপ্রবেশের মতো আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা নিয়েও।
বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ কর্তা বলেন,'ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। তার প্রতিফলন ঘটেছে এই উচ্চপর্যায়ের বৈঠকে। সীমান্তের স্থিতবস্থা রাখার ব্যাপারে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত রাক্ষায় বিএসএফ কোনও আপস করবে না। সেই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্যও রাখতে চায়'।
পারস্পরিক চ্যালেঞ্জ মোকাবিলায় দু'পক্ষই সমন্বয় করে চলবে বলেও সম্মতি হয়েছে বৈঠকে। বিএসএফের আশা, এই বৈঠকের ফলে সীমান্তে স্থিতাবস্থা বজায় থাকবে।