গতকাল রাতে ভারতের একাধিক শহরে হামলার চেষ্টা করে পাকিস্তান। তবে তা আটকে দেয় ভারতীয় সেনা। আজ সন্ধে থেকেও ভারতের একাধিক জায়গা লক্ষ্য করে মিসাইল ছোড়ে পাক বাহিনী। সেগুলোকেও আকাশেই ধ্বংস করা হয়। এরপর প্রত্যাঘাতের পথে ভারত। সূত্রের খবর, পাকিস্তানের লাহোর, শিয়ালকোট, করাচি এবং ইসলামাবাদে গোলাবর্ষণ শুরু করে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত লাহোরে বড়সড় আক্রমণ চালানো হয়েছে। সেজন্য রাজস্থান থেকে যুদ্ধবিমান রওনা দিয়েছে।
আজ ভারতের S-400 ৮টি পাকিস্তানি ক্ষেপণাস্ত্রকে ভূপতিত করে। পাকিস্তানের দুটি JF-17 এবং একটি F-16 বিমানও নষ্ট হয়। পাকিস্তানের হামলার জেরে জম্মুর আরএস পুরা এলাকায় ব্ল্যাকআউট জারি করা হয়। সেখানে ক্রমাগত সাইরেন বাজছে। বর্তমানে জম্মু শহরে মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না। কুপওয়ারাতেও দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছে।
পাকিস্তানের আক্রমণ প্রতিহত করতে ভারত ৪টি অ্যান্টি-ড্রোন সিস্টেম সক্রিয় করেছে। তার আগে জম্মুর বিমানঘাঁটিতে পাকিস্তান একটি রকেট নিক্ষেপ করে। কিন্তু ভারত সেই আক্রমণ ব্যর্থ করে দেয়।
পাকিস্তানের শিয়ালকোটের বাজওয়াত সেক্টরে পাল্টা আক্রমণ করেছে ভারত বলে খবর পাওয়া যাচ্ছে। সেখানে ঘন ঘন কামান দাগার আওয়াজ পাওয়া যাচ্ছে। সীমান্তের ওই পার থেকে পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তানও। আজ সন্ধে থেকেই ভারত ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ে। প্রধানমন্ত্রীকে পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল করেন NSA অজিত দোভাল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও বৈঠক করেন তিন সেনা প্রধানের সঙ্গে।
এদিন বিদেশ সচিব বিক্রম মিস্রি সাংবাদিক সম্মেলন করেন। তিনি ফের সাফ জানিয়ে দেন, ভারত পাকিস্তানের আম আদমিকে টার্গেট করেনি। পাকিস্তানে স্থিত জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করা ছিল লক্ষ্য। সেই লক্ষ্যপূরণ হয়েছে। একই কথা শোনা যায়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের গলাতেও।