Advertisement

Pro-Tem Speaker Protest: সুরেশ কেন প্রোটেম স্পিকার নন? রাহুল-সনিয়ার নেতৃত্বে সংসদ চত্বরে প্রতিবাদ, সামিল TMC-ও

সোমবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হল। বিরোধীদের আপত্তির মধ্যেই প্রোটেম স্পিকার(Pro-Tem) হিসাবে শপথ নেন বিজেপির ভর্তৃহরি মহতাব। ইন্ডিয়া জোটের নেতারা তার বিরুদ্ধে এদিন সংসদ ভবন চত্বরে প্রতিবাদ প্রদর্শন করেন। ৮ বারের কংগ্রেস সাংসদ কে সুরেশকে বাদ দিয়ে কেন ৭ বারের সাংসদ বি মহতাবকে স্পিকার করা হল? প্রশ্ন তাঁদের। এর ফলে সংবিধান ও সংসদের রীতি লঙ্ঘণ করা হচ্ছে বলে দাবি বিরোধীদের।

সংবিধান হাতে প্রতিবাদ। ছবি: ANI
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Jun 2024,
  • अपडेटेड 12:55 PM IST
  • সোমবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হল।
  • বিরোধীদের আপত্তির মধ্যেই প্রোটেম স্পিকার(Pro-Tem) হিসাবে শপথ নেন বিজেপির ভর্তৃহরি মহতাব।
  • ইন্ডিয়া জোটের নেতারা তার বিরুদ্ধে এদিন সংসদ ভবন চত্বরে প্রতিবাদ প্রদর্শন করেন।

সোমবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হল। বিরোধীদের আপত্তির মধ্যেই প্রোটেম স্পিকার(Pro-Tem) হিসাবে শপথ নেন বিজেপির ভর্তৃহরি মহতাব। ইন্ডিয়া জোটের নেতারা তার বিরুদ্ধে এদিন সংসদ ভবন চত্বরে প্রতিবাদ প্রদর্শন করেন। ৮ বারের কংগ্রেস সাংসদ কে সুরেশকে বাদ দিয়ে কেন ৭ বারের সাংসদ বি মহতাবকে স্পিকার করা হল? প্রশ্ন তাঁদের। এর ফলে সংবিধান ও সংসদের রীতি লঙ্ঘণ করা হচ্ছে বলে দাবি বিরোধীদের।

এদিন কংগ্রেস চেয়ারপার্সন সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নেতৃত্বে, সংবিধান হাতে প্রতিবাদে সামিল হন বিরোধী জোটের শরিকরা। ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরাও।

এর আগেই প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছিলেন বিরোধী শিবিরের সাংসদরা। সোমবার সকালেই সংসদ কমপ্লেক্সে জড়ো হবেন বলে জানিয়েছিলেন তাঁরা। একসঙ্গে লোকসভায় যাবেন এবং পুরানো সংসদ ভবনের গেট নং ২ থেকে তাঁদের পদযাত্রা শুরু করবেন বলে জানিয়েছিলেন তাঁরা। এখানেই আগে গান্ধী মূর্তি ছিল।

এদিন TMC সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় বলেন, 'আমাদের দাবি দেশের সংবিধান রক্ষা করা... ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি হয় কিন্তু তারা পশ্চিমবঙ্গ সরকারকে ডাকে না, সবকিছু একতরফাভাবে করে... আমাদের এর থেকে রক্ষা করতে হবে। এই ১৮ তম লোকসভার প্রথম দিন থেকেই।'

#WATCH | TMC MP Sudip Bandhopadhyay says, "Our demand is to protect the constitution of the country...Agreements happen between India and Bangladesh but they do not call the West Bengal government, and do everything one-sidedly...We have to protect it from the first day of this… pic.twitter.com/s4OasvQk3K

— ANI (@ANI) June 24, 2024

তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'আমরা সংবিধানকে ধ্বংস করার জন্য, স্বীকৃতি ছাড়াই সংশোধন করার জন্য বিজেপির প্রচেষ্টার বিরোধিতা করছি।'

এদিন প্রতিবাদে সামিল হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'সংবিধানের বিধি লঙ্ঘন করা হয়েছে বলে আমরা প্রতিবাদ করছি। নরেন্দ্র মোদী সরকার সংবিধান লঙ্ঘন করেছে। যেভাবে প্রো-টেম স্পিকার নিয়োগ করা হয়েছে তা স্পষ্টতই লঙ্ঘন।'
 

Advertisement

#WATCH | Delhi: TMC MP Kalyan Banerjee says, "We are protesting because the provisions of the Constitution have been violated. The Constitution has been violated by the Narendra Modi government. The way the pro-tem speaker has been appointed is a clear violation of the… pic.twitter.com/BWH3Ikrrew

— ANI (@ANI) June 24, 2024

যদিও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রো-টেম স্পিকার নিয়োগের ক্ষেত্রে পাল্টা যুক্তি দিচ্ছেন। তিনি বলেন, 'বিরোধীরা এবার বেশি আসন পেয়েছে। তাই, তারা প্রতিটি ইস্যুতেই আওয়াজ তুলছেন। ভর্তৃহরি মহতাব একজন প্রবীণ সংসদ সদস্য। তিনি টানা সপ্তমবারের মতো নির্বাচিত সাংসদ। ওঁরা কে সুরেশকে প্রো-টেম স্পিকার হিসেবে নিযুক্ত করার দাবি জানিয়েছেন। উনি অষ্টমবার নির্বাচিত হয়েছেন, কিন্তু তাঁর কার্যকালের মেয়াদ টানা, পরপর নয়... কংগ্রেস বহুবার ঐতিহ্য বিধি লঙ্ঘন করেছে, যাঁরা জরুরি অবস্থা জারি করেছিল তাঁদের রীতি সম্পর্কে কথা বলা উচিত নয়।' 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement