প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) জড়িয়ে বিবিসির একটি তথ্যচিত্র (BBC documentary) নিয়ে তীব্র আপত্তি তুলেছে কেন্দ্র সরকার। দিল্লির (Delhi) পররাষ্ট্রমন্ত্রক বলেছে, ওই তথ্যচিত্র ভিত্তিহীন অপপ্রচার (প্রোপাগান্ডা)। এবং তথ্যচিত্রটির নির্মাতারা ঔপনিবেশিক মানসিকতা পোষণ করেন।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী আজ বলেন, ওই তথ্যচিত্র প্রধানমন্ত্রীকে যেভাবে তুলে ধরা হয়েছে তা অত্যন্ত অনৈতিক। যেকারণএ বিবিসির ওই তথ্যচিত্র ভারতে দেখানোর ব্যবস্থা করেনি বিবিসি। বিশ্বের অন্যত্র দেখা যাচ্ছে। ভারত সরকার মনে করে এটা উদ্দেশ্যপ্রণোদিত।
তথ্যচিত্রে গুজরাত দাঙ্গার প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর সময়ে সংখ্যালঘুদের অবস্থা তুলে ধরা হয়েছে। যদিও দাঙ্গায় গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও ভূমিকা ছিল না, গত বছর এই সংক্রান্ত মামলার চূড়ান্ত রায়ে তা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
যদিও বিষয়টিতে বিবিসি এখনও কোনও বক্তব্য দেয়নি। তথ্যচিত্রটির নাম 'দ্য মোদী কোয়েশ্চেন'। ২০২২ সালের গুজরাট দাঙ্গার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বকে প্রশ্ন করা হয়েছে ওই তথ্যচিত্রে৷ ২০২২ সালে গোধরায় একটি ট্রেনে আগুন দেওয়ার পর মারাত্মক সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। তখন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী।