Advertisement

India-Pakistan Conflict : পাকিস্তানের বিরুদ্ধে ফের পদক্ষেপ, হাই কমিশনের আরও এক আধিকারিককে ভারত ছাড়ার নির্দেশ

ফের পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ ভারতের। আবারও হাই কমিশনে কর্মরত আর এক পাকিস্তানি আধিকারিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হল কেন্দ্রের তরফে।

ile photo of Pakistan High Commissionile photo of Pakistan High Commission
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 21 May 2025,
  • अपडेटेड 9:13 PM IST
  • ফের পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ ভারতের
  • আবারও হাই কমিশনে কর্মরত আর এক পাকিস্তানি আধিকারিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হল কেন্দ্রের তরফে

ফের পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ ভারতের। আবারও হাই কমিশনে কর্মরত আরও এক পাকিস্তানি আধিকারিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হল কেন্দ্রের তরফে। ভারতে নিযুক্ত সেই পাক কর্তা সরকারি মর্যাদা অনুযায়ী আচরণ করছিলেন না বলে অভিযোগ। সরকারি আদেশ অনুযায়ী, অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে দিল্লি ছাড়তে হবে। 

বিদেশ মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, 'দিল্লিতে কর্মরত পাকিস্তান হাই কমিশনের একজন আধিকারিককে  নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ কাজ তিনি করছিলেন না। সেজন্য এই সিদ্ধান্ত। ওই ব্যক্তিকে ২৪ ঘন্টার মধ্যে ভারত ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।' 

বুধবার পাকিস্তান হাইকমিশনের চার্জ ডি'অ্যাফেয়ার্সকে তলব করা হয়। তাঁর হাতে তুলে দেওয়া হয় কূটনৈতিক প্রতিবাদ পত্র। কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, ভারতে নিয়োজিত কোনও পাকিস্তানি কূটনীতিক যেন তাঁর সুযোগ-সুবিধা এবং মর্যাদার অপব্যবহার না করেন। 

প্রসঙ্গত, 'পার্সোনা নন গ্রাটা' এমন একটি পরিস্থিতি যেখানে যে কোনও বিদেশি কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়ে থাকে। এটি লাগু হলে দেশ ছাড়ার নির্দেশও দেওয়া সংশ্লিষ্ট ব্যক্তিকে। কূটনৈতিকস্তরে 'পার্সোনা নন গ্রাটা'-কে কঠোর পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। গত ৮ দিন আগে এক পাকিস্তানি আধিকারিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। 

এই সিদ্ধান্ত ভারত এমন একটা সময় নিল যখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আদৌ স্বাভাবিক নয়। পহেলগাঁওয়ে হামলার পাল্টা হিসেবে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলোতে অপারেশন সিঁদুর চালায় ভারত। তাতে ১০০-র বেশি জঙ্গিঘাঁটি ধ্বংস হয়। এরপর ভারতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তানি সেনা। তবে ভারত তার যোগ্য জবাব দেয়।   

 

Read more!
Advertisement
Advertisement