মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 স্টিলথ যুদ্ধবিমান (F 35 Stealth Fighter Jets) কেনার প্রস্তাব ফিরিয়ে দিল ভারত। রাশিয়ার থেকে তেল ও অস্ত্র কেনার কারণ দেখিয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপরে ২৫ শতাংশ শুক্ল চাপিয়েছেন। তা নিয়ে উত্তেজনার মধ্য়েই মার্কিন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনার প্রস্তাব ভারত ফিরিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ফেব্রুয়ারিতে আমেরিকা ফরে গিয়েছিলেন। তাঁর সফরের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ভারতকে F-35 বিক্রি করার বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন। ট্রাম্প দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে F-35 বিক্রিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরেছিলেন। তবে ভারত বিমান কেনার চেয়ে যৌথ ভাবে ডিজাইন এবং দেশীয় উৎপাদনের ওপরে জোর দিয়েছিল।
পাল্টা ভারত কী করবে ?
মার্কিন-ভারত বাণিজ্য সম্পর্কে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন। যা ৭ অগাস্ট থেকে কার্যকর হতে চলেছে। মোদী সরকার পাল্টা পদক্ষেপ নেওয়ার রাস্তায় হাঁটেনি। বরং তারা এটাকে মোকাবিলা করার কথা জানিয়েছে। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করার অন্য উপায়গুলি খতিয়ে দেখা হচ্ছে। যার মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস, সোনা এবং কমিউনেকেশন সরঞ্জাম আমদানি বৃদ্ধি। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে ভারত সরকার দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা অব্যাহত রাখতে আগ্রহী।
কতটা উন্নত F 35 Stealth Fighter Jets?
বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলির মধ্যে একটি হল F-35। আমেরিকা দীর্ঘদিন ধরেই এটা চাইছিল যাতে ভারত এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনে। যাতে এশিয়ায় চিনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি মোকাবিলা করা যায়। যদিও ভারত মনে করছে অনেক টাকা খসিয়ে মার্কিন যুদ্ধবিমান কিনলে সরকারের "মেক ইন ইন্ডিয়া" উদ্যোগ ধাক্কা খাবে। কারণ ডিফেন্স সরঞ্জামের ক্ষেত্রে নয়াদিল্লি স্বনির্ভরতা এবং স্বদেশীকরণের দিকে মনোযোগ দিয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, ভবিষ্যতের যে কোনও সামরিক সহযোগিতায় প্রযুক্তি ভাগাভাগি এবং উৎপাদন অন্তর্ভুক্ত থাকতে হবে।
ভারতও নিজস্ব স্বদেশী AMCA (অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট) পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করছে। তবে এটি তৈরি এবং ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হতে কমপক্ষে ৮ থেকে ১০ বছর সময় লাগবে। আমেরিকা ছাড়াও রাশিয়া তাদের SU-57 পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ভারতকে অফার করেছে। অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ মনে করেন যে ভারতের বায়ুসেনার হাতে AMCA না আসা হওয়া পর্যন্ত শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য অল্প পরিমাণে কোনও দেশ থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনা উচিত।