Advertisement

Trishul Operation: ভারতের অপারেশন 'ত্রিশূল' শুরু, ঠিক সীমান্তের কাছেই, আবার পাকিস্তানের ঘুম উড়ল

মূল অপারেশনটি হচ্ছে গুজরাতে। পাকিস্তানের একদম সীমান্তের কাছে। এই সীমান্ত এলাকাটি ভীষণ সংবেদনশীল। ১২ দিন ধরে এই ত্রিফলা অপারেশন চালাবে ভারত। অপারেশন সিঁদুরের ঠিক ৬ মাস পরেই ভারতের ত্রিশূল মহড়া বেশ তাত্‍পর্যপূর্ণ।

পাক সীমান্তের কাছে ত্রিশূল মহড়া শুরু ভারতের-- AI ছবিপাক সীমান্তের কাছে ত্রিশূল মহড়া শুরু ভারতের-- AI ছবি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 30 Oct 2025,
  • अपडेटेड 3:45 PM IST
  • এই সীমান্ত এলাকাটি ভীষণ সংবেদনশীল
  • পাকিস্তানের ভূগোল, ইতিহাস বদলে যাবে
  • পাকিস্তানে জারি করা হয়েছে NOTAM 

পাকিস্তানের শেষের শুরু! অপারেশন সিঁদুর-এ যে জঙ্গি নিধন যজ্ঞ শুরু করেছিল ভারত, তা যে এখনই বন্ধ হচ্ছে না, পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় সেনার নয়া মহড়াই তার প্রমাণ। পাকিস্তানকে খতম করতে ভারতের অস্ত্র 'ত্রিশূল'। আর্মি, বায়ুসেনা ও নৌসেনা একযোগে গুজরাত ও রাজস্থানে পাক সীমান্তের কাছে শুরু করল Trishul 2025 মহড়া। আগামী ১০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এই মহড়া চলবে।

এই সীমান্ত এলাকাটি ভীষণ সংবেদনশীল

মূল অপারেশনটি হচ্ছে গুজরাতে। পাকিস্তানের একদম সীমান্তের কাছে। এই সীমান্ত এলাকাটি ভীষণ সংবেদনশীল। ১২ দিন ধরে এই ত্রিফলা অপারেশন চালাবে ভারত। অপারেশন সিঁদুরের ঠিক ৬ মাস পরেই ভারতের ত্রিশূল মহড়া বেশ তাত্‍পর্যপূর্ণ।  ‘ত্রিশূল’-এর মূল আকর্ষণ হল তিন বাহিনীর একযোগে যুদ্ধ প্রস্তুতির প্রদর্শন। যেমন, ভারতের স্থলবাহিনী মোতায়েন করেছে T-90 যুদ্ধট্যাঙ্ক, ব্রহ্মোস ও আকাশ মিসাইল সিস্টেম এবং স্বদেশি হেলিকপ্টার ‘প্রচণ্ড’। বায়ুসেনা-র অংশগ্রহণে রয়েছে রাফাল ও সুখোই-৩০ যুদ্ধবিমান, পাশাপাশি Sea Guardian ও Heron ড্রোনের ব্যবহার। নৌবাহিনী যুক্ত হয়েছে কলকাতা-ক্লাস ডেস্ট্রয়ার, নিলগিরি-ক্লাস ফ্রিগেট এবং ফাস্ট অ্যাটাক ক্রাফট দিয়ে।

ভারতীয় নৌসেনার মহড়া -- ছবি: PTI

 পাকিস্তানের ভূগোল, ইতিহাস বদলে যাবে

এছাড়াও বিশেষ অভিযান পরিচালনা করছে প্যারা স্পেশাল ফোর্স, মার্কোস (MARCOS) এবং গরুড় কমান্ডো ইউনিট, যারা একসঙ্গে স্থল, আকাশ ও সমুদ্র-যুদ্ধের অনুকরণে ‘জয়েন্ট অপারেশন’ করছে। কয়েক সপ্তাহ আগেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, 'এবার এমন জবাব দেবে ভারত যে পাকিস্তানের ভূগোল, ইতিহাস বদলে যাবে।' পাকিস্তান সীমান্তের মাত্র ১০০ কিলোমিটারের মধ্যে ভারতের তিন বাহিনী যে মহড়া শুরু করেছে, তাতে পাকিস্তানের চিন্তা বাড়ল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ মাসের শুরুতেই সেই ইঙ্গিত দিয়েছিলেন, যখন তিনি পাকিস্তানকে সতর্ক করে বলেন, গুজরাতের কচ্ছ ও পাকিস্তানের সিন্ধ প্রদেশের মাঝে অবস্থিত প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ জোয়ারভাটার সরু জলপথ ‘সির ক্রিক’-এর ভারতের অংশ অবৈধভাবে দখল করার চেষ্টা করলে তা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।

Advertisement
ভারতীয় বায়ুসেনার মহড়া ছবি: PTI

পাকিস্তানে জারি করা হয়েছে NOTAM 

ভারতের ত্রিশূলে যে পাকিস্তানের কপালে ঘাম জমছে, তা ইতিমধ্যেই নানা ভাবে প্রকাশ পাচ্ছে শেহবাজ শরিফ সরকারের গতিবিধিতেই। যার নির্যাস, শনিবার পাকিস্তানের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি NOTAM (Notice to Airmen) জারি করেছে, যার মাধ্যমে দেশের মধ্য ও দক্ষিণ আকাশসীমার কয়েকটি বিমান চলাচল পথ ৪৮ ঘণ্টার জন্য সীমিত করা হয়েছে। 

এখন প্রশ্ন উঠছে, ভারত কি খুব শীঘ্রই অপারেশন সিঁদুরের দ্বিতীয় এডিশন কার্যকর করতে চলেছে? কারণ ভারতীয় সেনাকর্তাদের মুখে ইতিমধ্যেই একাধিকবার Operation Sindoor 2.0 শোনা গিয়েছে। 

Read more!
Advertisement
Advertisement