Advertisement

মহাকাশ থেকে ভারতকে কেমন দেখায়? মোদীর প্রশ্নে যা বললেন শুভাংশু

আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়া ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাকাশে যাওয়ার জন্য শুভাংশুকে অভিনন্দন জানান মোদী।

মহাকাশ থেকে ভারতকে কেমন দেখায়? মোদীর প্রশ্নে যা বললেন শুভাংশুমহাকাশ থেকে ভারতকে কেমন দেখায়? মোদীর প্রশ্নে যা বললেন শুভাংশু
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 28 Jun 2025,
  • अपडेटेड 7:12 PM IST
  • শুভাংশু শুক্লার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • মহাকাশে যাওয়ার জন্য শুভাংশুকে অভিনন্দন জানান

আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়া ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাকাশে যাওয়ার জন্য শুভাংশুকে অভিনন্দন জানান মোদী। তাঁদের দুজনের কথাবার্তায় অনেক কিছু উঠে আসে। মোদীর প্রশ্নের উত্তরে শুভাংশু জানিয়েছেন যে স্পেস থেকে ভারতকে খুব সন্দর দেখতে লাগে।

শুভাংশুকে মোদী বলেন, 'আপনি ভারত থেকে দূরে। কিন্তু ভারতীয়দের সবচেয়ে কাছের। আপনার নামেও শুভ আছে। এই সময়ে আমরা দুজনেই কথা বলছি। কিন্তু ১৪০ কোটি ভারতীয়র অনুভূতিও আমার সঙ্গে আছে, আমার কণ্ঠে সকল ভারতীয়ের উৎসাহ এবং উত্তেজনা রয়েছে। মহাকাশে ভারতের পতাকা উত্তোলনের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই।

এরপরেই প্রধানমন্ত্রী মোদী শুভাংশুকে জিজ্ঞাসা করেন যে সেখানে সবকিছু ঠিক আছে কি না। তাঁর শরীর ঠিক আছে কি না। জবাবে শুভাংশু বলেন, 'এখানে সবকিছু ঠিক আছে, সকলের আশীর্বাদ এবং ভালবাসার কারণে খুব ভাল লাগছে। পৃথিবী থেকে কক্ষপথে আমার ৪০০ কিলোমিটার ভ্রমণ খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি গর্বিত যে আমি আমার দেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি।'

আরও পড়ুন

মহাকাশে গাজরের হালুয়া নিয়ে গিয়েছেন শুভাংশু। সেই হালুয়া স্পেস স্টেশনে থাকা অন্য মহাকাশচারীদের শুভাংশু খাইয়েছেন কি না জিজ্ঞাসা করেন। শুভাংশু জানান যে তিনি হালুয়া খাইয়েছেন। আরও কয়েকটি মিষ্টি পদ নিয়ে গিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী শুভাংশুকে জিজ্ঞাসা করেন মহাকাশের বিশালতা দেখে প্রথম চিন্তা কী হয়েছিল। এই প্রসঙ্গে শুভাংশু বলেন, 'প্রথম চিন্তা ছিল বাইরে থেকে কোনও সীমান্ত দেখা যায় না, আমরা মানচিত্রে ভারতকে দেখি, ভারত সত্যিই খুব বিশাল দেখায়, মানচিত্রে আমরা যা দেখি তার চেয়েও বেশি বিশাল দেখায়। বাইরে থেকে মনে হচ্ছে কোনও রাজ্য বা দেশ নেই, বরং মনে হচ্ছে আমরা সবাই এক। এখান থেকে আমরা অনুভব করি যে কোনও সীমানা নেই, কোনও দেশ নেই। আমরা সকলেই মানবতার অংশ, পৃথিবী আমাদের বাড়ি এবং আমরা সকলেই এর অংশ।'

Advertisement

প্রথম ভারতীয় হিসেবে ইন্ডিয়ান এয়ার ফোর্সের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ইতিহাস তৈরি করেছেন। তিনি বুধবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) উদ্দেশে রওনা হন। পরের দিন স্পেস স্টেশনে পৌঁছন। কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন-৯ ড্রাগন মহাকাশযান চেপে তিনি ও আরও তিনজন মহাকাশে গিয়েছেন। ভারত, পোল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং হাঙ্গেরির মহাকাশচারীদের নিয়ে অ্যাক্স-৪ মিশনটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৪ দিনের মিশনে গিয়েছে।

অ্যাক্স-৪ মিশনে কমান্ডার হিসাবে নেতৃত্ব দিচ্ছেন নাসার প্রাক্তন নভশ্চর তথা অ্যাক্সিয়ম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর রেগি হুইটসন। এ ছাড়াও রয়েছেন পোল্যান্ডের স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। তাঁরা ১৪ দিন মহাকাশ স্টেশনে থেকে অন্তত ৬০টি পরীক্ষানিরীক্ষা চালাবেন।

Read more!
Advertisement
Advertisement