Advertisement

Jaipur Accident: জয়পুরে একের পর এক পথচারীকে পিষে দিল অডি, মৃত ১, জখম কমপক্ষে ১৪

Jaipur Accident: ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ন’টার কিছু পর। প্রত্যক্ষদর্শীদের দাবি, অডিটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। ধাক্কার জেরে রাস্তা জুড়ে ছিটকে পড়ে ঠেলার জিনিসপত্র। এলাকার দোকানদার ও সাধারণ মানুষই প্রথমে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

Aajtak Bangla
  • জয়পুর,
  • 10 Jan 2026,
  • अपडेटेड 12:36 AM IST

Jaipur Accident: রাজস্থানের জয়পুর শহরের সাংবাদিক কলোনিতে শুক্রবার রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দাদরা-নগর হাভেলি নম্বরের একটি দ্রুতগতির অডি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারতেই মুহূর্তে ছিটকে পড়ে কয়েকটি ঠেলাগাড়ি। ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি শুরু হতেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। মোট ১৪ জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ন’টার কিছু পর। প্রত্যক্ষদর্শীদের দাবি, অডিটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। ধাক্কার জেরে রাস্তা জুড়ে ছিটকে পড়ে ঠেলার জিনিসপত্র। এলাকার দোকানদার ও সাধারণ মানুষই প্রথমে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

এদের মধ্যে আট জনকে ভর্তি করা হয়েছে জয়পুরিয়ার সরকারি হাসপাতালে, চার জনকে নিয়ে যাওয়া হয়েছে একটি বেসরকারি মেডিক্যাল সেন্টারে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। গাড়ির গতি, ব্রেক-ফেল নাকি চালকের ভুল, কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement