Advertisement

Gautam Adani: গৌতম আদানিকে নিয়ে আমেরিকা কোনও অনুরোধ করেছে? মুখ খুলল বিদেশমন্ত্রক

ঘুষকাণ্ডে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে মুখ খুলল কেন্দ্রীয় সরকার। আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোনায়া জারি নিয়ে আমেরিকার পক্ষ থেকে কোনও অনুরোধ করা হয়নি বলে শুক্রবার জানাল কেন্দ্র। 

গৌতম আদানি।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 29 Nov 2024,
  • अपडेटेड 6:04 PM IST
  • আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে মুখ খুলল কেন্দ্রীয় সরকার।
  • গৌতম এবং তাঁর ভাইপো সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন।
  • ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে গৌতম-সহ ৭ জনের বিরুদ্ধে। 

ঘুষকাণ্ডে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে মুখ খুলল কেন্দ্রীয় সরকার। আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোনায়া জারি নিয়ে আমেরিকার পক্ষ থেকে কোনও অনুরোধ করা হয়নি বলে শুক্রবার জানাল কেন্দ্র। 

এদিন এক বিবৃতিতে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, আমেরিকায় আদানি সংক্রান্ত মামলায় আইনি প্রক্রিয়ায় ভারত সরকারের কোনও ভূমিকা নেই। এ প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'এটা একটা আইনি বিষয়, যেখানে ব্যক্তিগত সংস্থা, ব্যক্তি এবং ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস যুক্ত।' 

গ্রেফতারি পরোয়ানা জারি করা-সহ ভারতে যে কোনও আইনি পদক্ষেপের জন্য ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানাতে হবে আমেরিকাকে। আমেরিকার অনুরোধ পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রক। 

প্রসঙ্গত, ভারতের সৌর প্রকল্পের জন্য এ দেশের সরকারি আধিকারিকদের ২ হাজার ২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে আদানির বিরুদ্ধে। জানা গিয়েছে, গৌতম এবং তাঁর ভাইপো সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন। ভারতের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য ভারতীয় আধিকারিকদের এই মোটা অঙ্কের টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে গৌতম-সহ ৭ জনের বিরুদ্ধে। 

এর আগে, আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গ অভিযোগ করেছিল যে, শেয়ার দর কারচুপি করেছিল আদানির সংস্থা। যা ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল। আদানির বিরুদ্ধে ভারতকে হাইজ্যাক করা ও ১ হাজার কোটি টাকার দুর্নীতি করার অভিযোগ তুলেছেন রাহুল। আদানিকে রক্ষা করার অভিযোগ করে সেবির প্রধান মাধবী পুরী বুচকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন কংগ্রেস সাংসদ।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement