India Pakistan Conflict Live Updates: বৈষ্ণো দেবী মন্দিরের কাছে ড্রোন; পাঠানকোট, পোখরান এবং কচ্ছে ব্ল্যাকআউট

Aajtak Bangla | কলকাতা | 10 May 2025, 10:27 PM IST

অপারেশন সিঁদুরের পর আতঙ্কে পাকিস্তান। লাগাতার নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে তারা। উল্লেখ্য জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর, ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের উপর একটি বড় বিমান হামলা চালায়। এই হামলায় পাকিস্তানে জঙ্গিদের আস্তানাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে

ভারত ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা অব্যাহত। পাকিস্তান ভারতের বেশ কয়েকটি শহরে আক্রমণের চেষ্টা চালায়। এর জবাবে ভারতীয় সেনাবাহিনী পাল্টা প্রত্যাঘাত করেছে। জম্মু-শ্রীনগর থেকে পাঠানকোট এবং পোখরান পর্যন্ত পাকিস্তানের ড্রোন হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, ভারত ১৪ মে পর্যন্ত ৩০টিরও বেশি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে।
দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বিরোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে যে রাষ্ট্রপতি ট্রাম্প এই পরিস্থিতির দ্রুত সমাধান চান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ দিল্লিতে সিডিএস এবং তিন সেনাপ্রধানের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করবেন।

10:26 PM (2 months ago)

বন্ধ হল গোলাগুলি

Posted by :- Subhankar Mitra

সেনা কর্তারা নিশ্চিত করেছেন, নিয়ন্ত্রণ রেখায় কোনও গোলাগুলি আর চলছে না।  শ্রীনগরে বিস্ফোরণের যে খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছিল, তাও ভিত্তিহীন।

10:24 PM (2 months ago)

কাটরায় দেখা গেল পাক ড্রোন

Posted by :- Subhankar Mitra

কাটরায় মাতা বৈষ্ণো দেবী মন্দিরের কাছে ড্রোন। এরপর কাটরায় ব্ল্যাকআউট জারি করা হয়। প্রশাসন সতর্ক। তবে গত আধ ঘন্টা ধরে কোথাও কোনও ড্রোন দেখা যায়নি।

10:23 PM (2 months ago)

ভারতীয় সেনার সদর দফতর লক্ষ্য করে হামলার চেষ্টা

Posted by :- Subhankar Mitra

ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পসের সদর দফতরকে লক্ষ্য করে পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ করল ভারতীয় বায়ুসেনা। নির্ভরযোগ্য সূত্রের খবর, পাকিস্তানি ড্রোনগুলি চিনার কর্পস সদর দফতরের দিকে ধেয়ে আসছিল। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর তৎপরতায় সমস্ত ড্রোন সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

9:40 PM (2 months ago)

অমৃতসরে সতর্কতা বার্তা

Posted by :- Subhankar Mitra

অমৃতসরের ডেপুটি কমিশনার (ডিসি) নাগরিকদের উদ্দেশে সতর্কতা বার্তা জারি করেছেন। প্রয়োজনে ব্ল্যাকআউট করা হতে পারে বলে জানানো হয়েছে। নাগরিকদের ঘরের ভিতরে থাকার অনুরোধ করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এটি শুধুমাত্র সতর্কতা হিসেবে করা হচ্ছে।

9:38 PM (2 months ago)

একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ

Posted by :- Subhankar Mitra

পাকিস্তান আছে পাকিস্তানেই। সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ৩ ঘন্টার মধ্যেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন কর পাকিস্তান। জম্মু অঞ্চলের সাম্বায় সাইরেনের শব্দ শোনা গিয়েছে। শ্রীনগরে শোনা গেল ৪-৫টি বিস্ফোরণের শব্দ। বিএসএফ-কে কড়া জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উধমপুরেও বিস্ফোরণের শব্দ। রাজস্থানের পোখরানে পাকিস্তানি ড্রোনকে ভূপতিত করেছে ভারত।

9:12 PM (2 months ago)

'সংঘর্ষ বিরতির হলটা কী?'

Posted by :- Subhankar Mitra

'সংঘর্ষ বিরতির হলটা কী? শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।' এক্স হ্যান্ডেলে লিখলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

9:09 PM (2 months ago)

ব্ল্যাকআউট ঘোষণা একাধিক এলাকায়

Posted by :- Subhankar Mitra

বারামুলা, শ্রীনগর, পাঠানকোটে ব্ল্যাক আউট। ব্ল্যাকআউট জম্মুর বড় অংশে। 

8:51 PM (2 months ago)

সংঘর্ষ বিরতি লঙ্ঘন

Posted by :- Subhankar Mitra

ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল ইসলামাবাদ। আখনুর, রাজৌরি এবং আরএস পুরায় নিয়ন্ত্রণ রেখা  বরাবর পাকিস্তানের গোলাবর্ষণ। বারামুলায় বিস্ফোরণে ড্রোন/সন্দেহজনক ইউএভি-কে মাটিতে নামানো হয়েছে। জম্মুর পালানওয়ালা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।
 

8:50 PM (2 months ago)

ভারত ও পাকিস্তানের সংঘর্ষ বিরতি নিয়ে প্রতিক্রিয়া মহম্মদ ইউনূসের

Posted by :- Subhankar Mitra

 যুদ্ধবিরতিতে সম্মত হওয়া এবং আলোচনায় অংশগ্রহণের জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আন্তরিক প্রশংসা করি। আমি রাষ্ট্রপতি ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওর মধ্যস্থতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনে দুই প্রতিবেশীকে সমর্থন দেবে বাংলাদেশ: মহম্মদ ইউনূস

 

মহম্মদ ইউনূসের প্রতিক্রিয়া

 

 

 

 

8:47 PM (2 months ago)

যুদ্ধবিরতির ঘোষণা ভারতের

Posted by :- Subhankar Mitra

বিকেল ৫টা থেকে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি কার্যকর হচ্ছে। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। 

7:27 PM (2 months ago)

সংঘর্ষ বিরতিতে রাজি পাকিস্তান

Posted by :- Subhankar Mitra

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এক্স হ্যান্ডেলে ঘোষণা করলেন,'পাকিস্তান যুদ্ধবিরতির জন্য রাজি। পাকিস্তান ও ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান নিজের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার সঙ্গে আপস না করে এই অঞ্চলে শান্তি ও সুরক্ষার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছে'।

7:25 PM (2 months ago)

সংঘর্ষ বিরতিতে সম্মত ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের

Posted by :- Subhankar Mitra

ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে বলে শনিবার জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন,'মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধিমত্তা এবং সংবেদনশীলতা ব্যবহারের জন্য উভয় দেশকেই অভিনন্দন'। 

 

2:53 PM (2 months ago)

পাক হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর

Posted by :- Soumick Majumdar

পাক হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

2:13 PM (2 months ago)

প্রধানমন্ত্রী মোদী সিডিএস এবং তিন সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করছেন

Posted by :- Soumick Majumdar

বড় মিটিং চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তিন সেনাবাহিনীর প্রধান এবং সিডিএস অনিল চৌহান উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগেই, প্রধানমন্ত্রী মোদী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করেন।

1:50 PM (2 months ago)

নিহত মাসুদ আজহারের পরিবারের সদস্যরা

Posted by :- Rupsa

ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে নিহত মাসুদ আজহারের ভাই এবং শ্যালকরা। সূত্র মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। 

 

12:24 PM (2 months ago)

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি আপডেট: কাশ্মীরের ডাল লেকে মিসাইলের মতো বস্তু পড়েছে

Posted by :- Soumick Majumdar


জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে প্রচণ্ড বিস্ফোরণের পর, ডাল লেকে একটি ক্ষেপণাস্ত্রের মতো কোনও বস্তু পড়েছে বলে খবর। শনিবার সকালে প্রচণ্ড বিস্ফোরণের পর শ্রীনগরের প্রধান পর্যটন আকর্ষণ ডাল লেকে একটি মিসাইলের মতো বস্তু পড়ে বলে আধিকারিকরা জানিয়েছেন। সেটি পড়ার সঙ্গে সঙ্গে জলের উপর থেকে ধোঁয়া বের হতে শুরু করে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনী সেই ধ্বংসাবশেষ পরীক্ষা করছে।

প্রশাসনিক আধিকারিকরা আরও জানিয়েছেন, শনিবার সকালে শ্রীনগর লাগোয়া লাসজান থেকে আরও একটি সন্দেহজনক বস্তু উদ্ধার হয়েছে। তদন্ত চলছে।

11:11 AM (2 months ago)

পাকিস্তান আমাদের স্বাস্থ্যকেন্দ্র এবং স্কুলগুলিকে টার্গেট করেছিল: কর্নেল সোফিয়া কুরেশি

Posted by :- Soumick Majumdar

বিদেশ মন্ত্রকের প্রেস ব্রিফিংয়ে, কর্নেল সোফিয়া কুরেশি জানালেন, পাকিস্তান ভারতের স্বাস্থ্যকেন্দ্র এবং স্কুলে হামলার টার্গেট করেছিল।

কর্নেল সোফিয়া কুরেশি বলেন, 'যাত্রীবাহি বিমান দিয়ে ঢাল করে পাকিস্তান আকাশপথের অপব্যবহার করেছে।' তিনি আরও বলেন, 'পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় গুলি চালানোর চেষ্টা করেছে। কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরিতে অস্ত্র দিয়ে গুলি চালানো হচ্ছে।'
 

11:07 AM (2 months ago)

বিদেশ সচিব বিক্রম মিশ্রির কটাক্ষ

Posted by :- Soumick Majumdar

বিদেশ সচিব বিক্রম মিশ্রির কটাক্ষ, 'পাকিস্তানের কাছে এটা দেখে অবাক লাগতেই পারে যে এদেশের মানুষ সরকারের সমালোচনা করে। কিন্তু তাঁরা জানেন না যে আমাদের দেশে প্রকৃত গণতন্ত্রে এটা খুব স্বাভাবিক বিষয়।' 

বিদেশ সচিব বিক্রম মিশ্রি
11:00 AM (2 months ago)

কাপুরুষের মতো হামলা করছে পাকিস্তান: ব্যোমিকা সিং

Posted by :- Rupsa

কাপুরুষের মতো জনবসতি এলাকায় হামলা চালাচ্ছে পাকিস্তান। কড়া জবাব দিয়েছে ভারত। জানালেন উইং কমান্ডার ব্যোমিকা সিং। 

10:59 AM (2 months ago)

বিদেশ মন্ত্রকের বিশেষ প্রেস ব্রিফিং-এ কর্নেল সোফিয়া কুরেশি

Posted by :- Soumick Majumdar

বিদেশ মন্ত্রকের বিশেষ প্রেস ব্রিফিং-এ কর্নেল সোফিয়া কুরেশি: ১. আর্টিলারি গান ও ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। ২. গতিবিধি লুকোতে লাহোরে আন্তর্জাতিক আকাশপথের দুর্ব্যবহার করা হচ্ছে। ৩. রাত ১.৪০ মিনিটে হাইস্পিড মিসাইল ছুড়ে পাঞ্জাবের এয়ারবেস ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হয়েছে। ৪. কুপওয়ারা, বারামুলা, রাজৌরি, আখনুরে পাক আক্রমণ।

10:55 AM (2 months ago)

মিসাইল হামলা করেছে পাকিস্তান: সোফিয়া কুরেশি

Posted by :- Rupsa

বিনা প্ররোচনায় উস্কানিমূলক হামলা চালাচ্ছে পাকিস্তান। জানাল বিদেশ মন্ত্রক। মিসাইল হামলাও চালানো হয়েছে পাকিস্তানের তরফে। প্রেস বিবৃতিতে জানালেন কর্নেল সোফিয়া কুরেশি। 
 

10:52 AM (2 months ago)

Special briefing on Operation Sindoor: বিশেষ সাংবাদিক বৈঠক শুরু করল বিদেশ মন্ত্রক

Posted by :- Soumick Majumdar

Special briefing on Operation Sindoor: বিশেষ সাংবাদিক বৈঠক শুরু করল বিদেশ মন্ত্রক

10:35 AM (2 months ago)

অমৃতসরে পাক ড্রোন ধ্বংস

Posted by :- Souradip

ভারতের কাছে বার বার পর্যদুস্ত হচ্ছে পাকিস্তান। তবুও ভারতের উপর হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বেকায়দায় পড়া পাকিস্তান। শুক্রবার রাতেও ভারতের বিভিন্ন শহরকে টার্গেট করে ড্রোন হামলার চেষ্টা চালায় পাকিস্তান। কিন্তু আবারও সে দেশের সব চক্রান্ত বানচাল করে দিয়েছে ভারতীয় বাহিনী। একাধিক পাক ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে। অমৃতসরে পাক ড্রোন ধ্বংসের ছবি প্রকাশ করেছে ভারতীয় সেনা। 

9:58 AM (2 months ago)

পাকিস্তানি ড্রোন ধ্বংস

Posted by :- Soumick Majumdar

সোশ্যাল মিডিয়া পোস্টে সর্বশেষ আপডেট দিল ভারতীয় সেনা। ড্রোন হামলা এবং অন্যান্য অস্ত্র দিয়ে ক্রমাগত ভারতের পশ্চিম সীমান্তে আক্রমণ করে চলেছে। আজ ভোর ৫টার দিকে, অমৃতসরের খাসা ক্যান্টের উপর দিয়ে বেশ কয়েকটি সশস্ত্র ড্রোন উড়তে দেখা গেছে। এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেগুলি দ্রুত ধ্বংস করা হয়। 

9:28 AM (2 months ago)

S-400 ড্যামেজের খবর ভুয়ো: প্রতিরক্ষা মন্ত্রক

Posted by :- Rupsa

ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম S-400 ড্যামেজ করার ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলে জানাল প্রতিরক্ষা মন্ত্রক। 

9:25 AM (2 months ago)

ড্রোন হামলার ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী

Posted by :- Rupsa

ইসলামাবাদের তরফে একের পর এক ড্রোন হামলার চেষ্টা চলছে জম্মু-কাশ্মীরে। সেগুলিকে প্রতিহত করেছে ভারত। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। 

9:19 AM (2 months ago)

শীঘ্রই তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন রাজনাথ সিং

Posted by :- Soumick Majumdar

ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রকের দফতরে পৌঁছালেন। কিছুক্ষণ বাদেই, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সেনাপ্রধানদের বৈঠক হবে। এছাড়াও, আজ সকাল ১০টায় বিদেশ মন্ত্রকের একটি সাংবাদিক সম্মেলনও হতে চলেছে।

8:52 AM (2 months ago)

ভোররাত ৩টে থেকে ভারতের ১৭টি স্থানে পাকিস্তান হামলার খবর মিলেছে

Posted by :- Soumick Majumdar

সেনাবাহিনীর সঙ্গে এঁটে উঠতে না পেরে এবার সাধারণ মানুষকেই টার্গেট পাক সেনার।

ভোররাত ৩টে থেকে ভারতের ১৭টি স্থানে পাকিস্তান হামলার খবর মিলেছে।

১. পাঠানকোট - মিসাইল হামলা
২. উধমপুর - মিসাইল হামলা
৩. রাজৌরি - ভারী গোলাবর্ষণ
৪. শ্রীনগর - যুদ্ধবিমান কুকুরের লড়াই
৫. জয়সলমের (পোখরান) - মিসাইল এবং ড্রোন আক্রমণ
৬. বাডমের - ড্রোন আক্রমণ
৭. জলন্ধর - ড্রোন আক্রমণ
৮. ফিরোজপুর - ড্রোন আক্রমণ
৯. অমৃতসর - ড্রোন আক্রমণ
১০. তারানগর, চুরু (রাজস্থান)- মিসাইলের খোলস পাওয়া গেছে।
১১. সিরসা (ফতেহ-১ মিসাইল নিষ্ক্রিয় করা হয়েছে)
১২. বারামুল্লা - মিসাইলের খোলস
১৩. কুপওয়ারা - মিসাইলের খোলস
১৪. নওশেরা - গুলিবর্ষণ
১৫. কচ্ছ - গুজরাট - মিসাইলের খোলস পাওয়া গেছে।
১৬. বিকানের - মিসাইলের খোলস পাওয়া গেছে।
১৭. পুঞ্চ - গুলিবর্ষণ

8:49 AM (2 months ago)

ভারত-পাকিস্তান লাইভ আপডেট: পঞ্জাবের একাধিক শহরে জারি অ্যালার্ট, বাজছে সাইরেন

Posted by :- Soumick Majumdar

সেনাবাহিনীর প্রত্যাঘাতে মরিয়া হয়ে এবার ভারতের সাধারণ মানুষকে আক্রমণের চেষ্টায় পাকিস্তান। ইতিমধ্যেই সীমান্তবর্তী জেলাগুলিতে আক্রমণ চালিয়েছে পাক ড্রোন। পঞ্জাবের অমৃতসরের প্রশাসন জানিয়েছে, রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সাধারণ মানুষকে তাঁদের ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে। ফিরোজপুর এবং বাথিন্ডা এলাকায় হামলা চালানো হয়। সাইরেন বাজানো হচ্ছে। 

8:24 AM (2 months ago)

জম্মু ও কাশ্মীর: রামবানে চেনাব নদীর উপর নির্মিত বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্প বাঁধের বেশ কয়েকটি গেট খুলে দেওয়া হয়েছে।

Posted by :- Soumick Majumdar

জম্মু ও কাশ্মীর: রামবানে চেনাব নদীর উপর নির্মিত বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্প বাঁধের বেশ কয়েকটি গেট খুলে দেওয়া হয়েছে।

8:20 AM (2 months ago)

জম্মু সীমান্ত থেকে বড় অভিযান - পাকিস্তানের লঞ্চ প্যাড উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা

Posted by :- Soumick Majumdar

ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইকের মতো একটি হামলা চালিয়েছে। সূত্রের খবর, ভারতীয় সেনা জম্মু সীমান্ত থেকে পাকিস্তানি পোস্ট এবং সন্ত্রাসবাদীদের লঞ্চ প্যাড ধ্বংস করেছে যেখান থেকে টিউব লঞ্চ ড্রোনও উৎক্ষেপণ করা হচ্ছিল।

8:04 AM (2 months ago)

পাক ড্রোন লঞ্চপ্যাড ধ্বংস করল ভারত

Posted by :- Rupsa

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, জম্মু কাছে পাকিস্তানের টিউব ড্রোন ছাড়ার পোস্ট এবং জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংস করল ভারত। 

7:32 AM (2 months ago)

পাকিস্তানের গোলাবর্ষণে রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার নিহত

Posted by :- Soumick Majumdar

জম্মু ও কাশ্মীরের রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার (ADDC) রাজকুমার থাপ্পা পাকিস্তানের গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন। রাজকুমার থাপ্পার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মুখ্যমন্ত্রী আবদুল্লাহ বলেন, শোক প্রকাশের কোনও ভাষা নেই। ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি।

7:09 AM (2 months ago)

জম্মু শহরে পাকিস্তানরে গোলাবর্ষণের ফলে ক্ষয়ক্ষতি

Posted by :- Soumick Majumdar

পাকিস্তানের হামলায় জম্মু ও কাশ্মীরের জম্মু শহরের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষের বাসস্থানেই টার্গেট পাকিস্তানের।

7:02 AM (2 months ago)

নয়াদিল্লি: বিদেশ মন্ত্রক সকাল ১০ টায় একটি সংবাদ সম্মেলন করবে

Posted by :- Soumick Majumdar

নয়াদিল্লি: বিদেশ মন্ত্রক সকাল ১০ টায় একটি সংবাদ সম্মেলন করবে

6:35 AM (2 months ago)

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

Posted by :- Soumick Majumdar

শুক্রবার রাত থেকে পাকিস্তানের লাগাতার হামলায় জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে বেশ কিছু সাধারণ মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

6:08 AM (2 months ago)

পাকিস্তানের ফতেহ-১ ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করল ভারত: সরকারি সূত্র

Posted by :- Soumick Majumdar

পাকিস্তানের ফতেহ-১ ক্ষেপনাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করল ভারত। কোনও এক অজ্ঞাত টার্গেটের দিকে তীব্র বেগে ছুটে আসছিল সেটি। পশ্চিম সেক্টরে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেটি রুখে দেয়। মাঝ আকাশেই ধ্বংস হয় ভয়াবহ মিসাইল। 

6:03 AM (2 months ago)

ভারত ৬টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করেছে - পাক সেনাবাহিনীর দাবি

Posted by :- Soumick Majumdar

পাকিস্তান সেনাবাহিনীর দাবি, ভারত ৬টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করেছে। পাক সেনাকর্তাদের দাবি, ভারত ভারতের পঞ্জাবের জলন্ধর জেলার আদমপুর ঘাঁটি থেকে ছয়টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে অ্যাটাক করেছে। সেদেশের সামরিক মুখপাত্র এই পদক্ষেপকে 'অযৌক্তিক এবং অত্যন্ত বিপজ্জনক' বলে উল্লেখ করেন এবং বলেন, 'যদি ভারতের আগ্রাসী আচরণ নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে এটি একটি বড় আঞ্চলিক সংকটের দিকে নিয়ে এগিয়ে যেতে পারে।'

5:59 AM (2 months ago)

ইসলামাবাদ, পঞ্জাব, রাওয়ালপিন্ডি এবং লাহোরে বিস্ফোরণ, বিমান ঘাঁটিতে বিস্ফোরণ

Posted by :- Soumick Majumdar

পাকিস্তানের ইসলামাবাদ, পঞ্জাব, রাওয়ালপিন্ডি এবং লাহোরে বড় বিস্ফোরণ। পঞ্জাবের শোরকোটে রফিকি বিমান ঘাঁটি এবং রাওয়ালপিন্ডিতে নূর খান বিমান ঘাঁটিতে বিস্ফোরণ ঘটেছে। এখানে পাকিস্তানি সেনাবাহিনীর অনেক অস্ত্রশস্ত্র রয়েছে। এই বিমান ঘাঁটি পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পাকিস্তান যখন অমৃতসরে ড্রোন হামলা চালানোর চেষ্টা করছিল, ঠিক এই সময়েই এই বিস্ফোরণ ঘটে। (ইনপুট- হামজা আমির, শিবানী শর্মা)

5:58 AM (2 months ago)

পাকিস্তানের রফিকি বিমানঘাঁটির কাছে বিস্ফোরণ

Posted by :- Soumick Majumdar

পাকিস্তানের পঞ্জাব প্রদেশের শোরকোটের ঝাং-এর রফিকি বিমানঘাঁটি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তথ্যানুযায়ী, পাকিস্তানের সরকারি মহল বিস্ফোরণের বিষয়টি কনফার্ম করেছে।