সীমান্তে সেনাবহর বাড়াচ্ছে পাকিস্তান। শনিবার সকালে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানাল ভারতের বিদেশ মন্ত্রক। উইং কমান্ডার ব্যোমিকা সিং বলেন, 'পাকিস্তানের অভিপ্রায় আক্রমণাত্মক। তবে ভারতীয় সেনাবাহিনীও চূড়ান্ত ভাবে প্রস্তুত। সমস্ত রকমের হামলা যথাযথ ভাবে প্রতিহত করা হয়েছে।' তবে ভারত প্রথমে আঘাত না করার পলিসিতে অটুট বলে আবারও জানালেন এই মহিলা সেনা আধিকারিক। পাকিস্তানের তরফে হামলা হলেও তবেই তার উপযুক্ত জবাব দিচ্ছে ভারত।
কর্নেল সোফিয়া কুরেশি বলেন, 'কাপুরুষের মতো নাগরিক এলাকায় হামলা চালাচ্ছে পাকিস্তান। স্কুল-স্বাস্থ্যকেন্দ্রে হামলার চেষ্টা দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং নিন্দনীয়। যোগ্য জবাব দিয়েছে ভারত।' পাঞ্জাব এয়ারবেস টার্গেট করে মধ্যরাত ১টা ৪০ মিনিট নাগাদ পাকিস্তান মিসাইল ছুড়েছে বলেও উল্লেখ করেছেন এই সেনা আধিকারিক। উধমপুর, পাঠানকোট, ভূজ এবং ভাটিন্ডা বায়ুসেনা ঘাঁটিতেও হামলার চেষ্টা হয়েছে। স্বাস্থ্যকেন্দ্র, স্কুলেও নির্লজ্জের মতো পাকিস্তান হামলার চেষ্টা করেছে বলে জানালেন সোফিয়া কুরেশি।
ড্রোন, দুরপাল্লার অস্ত্র, লয়টারিং মিউনিশন (আকাশপথে ড্রোনের মাধ্যমে ছোড়া গোলাবারুদ) এবং যুদ্ধবিমান নিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, প্রেস ব্রিফিংয়ে জানাল ভারত সরকার। মূলত দেশের পশ্চিম সীমান্তেই গোলাগুলি চালাচ্ছে পড়শি দেশ। তবে সব কটি হামলাই সাফল্যের সঙ্গে প্রতিহত করেছে ভারতীয় সেনা।
কর্নেল সোফিয়া কুরেশি আরও জানান, রাতভর মোট ২৬টি জায়গায় হামলার চেষ্টা করেছিল পাকিস্তান।
অন্যদিকে, ভারতের সামরিক ক্ষমতার সঙ্গে এঁটে উঠতে না পেরে ভুয়ো খবর ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে পাকিস্তান। সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিস্রি বলেন, 'ভুয়ো ক্যাম্পেন চালাচ্ছে পাকিস্তান। বলা হয়েছে S-400 সিস্টেম ধ্বংস করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। সুরাতগড় এবং সিরসা সেনাঘাঁটি ধ্বংস করার দাবিও সম্পূর্ণ ভুয়ো।'