Advertisement

ISRO : এবার চাঁদে মহাকাশচারী পাঠাবে ভারত, বড় পরিকল্পনা ISRO-র

ভারত কীভাবে এই মিশন সম্পূর্ণ করবে তারও রোডম্যাপ জানান এ এস কিরণ কুমার। তিনি বলেন, অদূর ভবিষ্যতে চন্দ্রযানের জন্য অভিযান শুরু হবে। সেজন্য জাপানের সঙ্গে যৌথভাবে ল্যান্ডার ও রোভারের জন্য কাজ হচ্ছে।

চাঁদে মানুষ পাঠাবে ভারত চাঁদে মানুষ পাঠাবে ভারত
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 07 Jan 2026,
  • अपडेटेड 5:44 PM IST
  • ২০৪০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে ভারত
  • বুধবার একথা জানান ইসরোর প্রাক্তন প্রধান এ এস কিরণ কুমার

২০৪০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে ভারত। বুধবার একথা জানান ইসরোর প্রাক্তন প্রধান এ এস কিরণ কুমার। আজ পঞ্চম অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া (এএসআই) সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান। 

তিনি বলেন, 'এখন থেকে ২০৪০ সালের মধ্যে মহাকাশে অনেকগুলো মিশন রয়েছে ভারতের। ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে আমাদের। যাতে মহাকাশচারীদের নিরাপদে ফিরিয়ে আনতে পারি, সেদিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। ওই সময়কালের মধ্য়ে ভারত একটি মহাকাশ স্টেশনও তৈরি করার ব্যাপারে উদ্যোগী হয়েছে।' 

ভারত কীভাবে এই মিশন সম্পূর্ণ করবে তারও রোডম্যাপ জানান এ এস কিরণ কুমার। তিনি বলেন, অদূর ভবিষ্যতে চন্দ্রযানের জন্য অভিযান শুরু হবে। সেজন্য জাপানের সঙ্গে যৌথভাবে ল্যান্ডার ও রোভারের জন্য কাজ হচ্ছে। তাঁর কথায়, 'আমাদের দক্ষিণ মেরু অঞ্চলে (চাঁদের) কিছু নির্দিষ্ট তথ্য অনুসন্ধানের চেষ্টা চলছে। মহাকাশ পর্যবেক্ষণ ও মহাবিশ্বকে বোঝার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ।' 

প্রাক্তন ইসরো প্রধান দাবি করেন, ভারতই একমাত্র দেশ যারা মহাকাশকে সামরিক প্রয়োজনে ব্যবহার না করে বিজ্ঞানের উন্নতিতে কাজে লাগাতে চেয়েছে। এতে গোটা পৃথিবীর সব দেশ সুবিধা পায়। 

প্রসঙ্গত, ২০২৫ সালেই কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছিল, ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে ভারত। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত কর্মসূচি শেষ হবে, তার আগেই চাঁদে মহাকাশচারী পাঠাতে চায় ভারত। 

২০২৩ সালের ২৩ অগাস্ট ইতিহাস রচনা করে ভারত। চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রাখে ভারতের চন্দ্রযান-৩। আবার প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা ফেলে বিরাট সাফল্য অর্জন করে ইসরো। এরপর ভারত উৎক্ষেপণ করেছিল সূর্যযান আদিত্য এল-১। বুধ এবং শুক্রগ্রহতেও যান পাঠানোর লক্ষ্যেও ইসরোকে প্ল্যানিং করার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী।

 

Read more!
Advertisement
Advertisement