Advertisement

India Buying Oil From Russia: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে ভারত? ট্রাম্পের দাবিতে দিল্লি যা বলল...

ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবেন? এই মর্মে প্রতিক্রিয়া দিতে গিয়ে কড়া বার্তা দিতে শোনা গেল নয়াদিল্লিকে। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, ভারত যা সিদ্ধান্ত নেবে তা স্বাধীন ভাবে নেবে।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 16 Oct 2025,
  • अपडेटेड 12:34 PM IST
  • নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবেন?
  • ট্রাম্পের দাবি নিয়ে কড়া বার্তা দিতে শোনা গেল নয়াদিল্লিকে
  • ভারত যা সিদ্ধান্ত নেবে তা স্বাধীন ভাবে নেবে

ট্রাম্প দাবি করলেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নাকি তাঁকে আশ্বাস দিয়েছেন এই মর্মে। এই দাবি ফুৎকারে উড়িয়ে দিল নয়াদিল্লি। বিবৃতি দিয়ে নিজেদের অবস্থায় জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। 

কী জানাচ্ছে বিদেশ মন্ত্রক?
বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, দেশের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখাকেই ভারত অগ্রাধিকার দেয়। রাশিয়া থেকে তেল কেনার বিষয়েই সেই বিষয়টিই মাথায় রাখে ভারত সরকার। তবে এই বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প কিংবা মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক দাবির প্রসঙ্গে সরাসরি কিছু বলা হয়নি। 

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'ভারত যথেষ্ট পরিমাণ তেল এবং গ্যাস আমদানি করে থাকে। বিশ্বে জ্বালানির বাজারে অস্থিরতার আবহে ভারতের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখাতেই আমরা বরাবর অগ্রাধিকার দিয়ে থাকি। আমাদের তেল আমদানি সংক্রান্ত নীতি এই লক্ষ্যমাত্রাকে মাথায় রেখেই পরিচালিত হয়।' তিনি আরও বলেন, 'ভারত তেল কেনার বাজারকে আরও বিস্তৃত এবং বৈচিত্রময় করতে চায়। এই সূত্রের ভারত জানিয়েছে, জ্বালানি নিয়ে দ্বিপাক্ষিক বোঝাপড়া বৃদ্ধি করতে আমেরিকার সঙ্গে তাদের আলোচনা চলছে।' তবে ভারত সরাসরি ট্রাম্পের দাবি নিয়ে কোনও মন্তব্য করেনি। 

বিশেষজ্ঞ মহলের দাবি, নয়াদিল্লির তরফে ঠারেঠোরে ট্রাম্প তথা আমেরিকাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তেল কেনার বিষয়ে স্বাধীন ভাবেই সিদ্ধান্ত নেবে দেশ। 

উল্লেখ্য, রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মস্কোর উপর আমেরিকা এবং ইউরোপের দেশগুলির আর্থিক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে সস্তায় অশোধিত তেল কেনার পরিমাণ বাড়িয়ে দেয় ভারত। ০.২ শতাংশ থেকে ভারতে রুশ তেল আমদানির পরিমাণ বেড়ে হয়েছে ৩৫ শতাংশ। তারপরও ভারত তেল আমদানি নিয়ে মার্কিন চাপের মুখে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছে। রুশ-ইউক্রেন যুদ্ধের আবহে মস্কো থেকে তেল কেনা অব্যাহত রাখার জন্য ভারতীয় পণ্যের উপর জরিমানা বাবদ মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। দাবি করেছেন, এই শুল্ক কমানোর ভয় দেখিয়েই তিনি ভারত-পাকিস্তান সংঘর্ষ থামিয়েছেন। তার পরও অবশ্য রাশিয়া থেকে অশোধিত তেল আমদাবি অব্যাহতই রেখেছে ভারত। আর এবার ট্রাম্পের দাবিতেও  ভারতের অবস্থানে কোনও বদল হচ্ছে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অর্থাৎ রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখবে নয়াদিল্লি। 

Advertisement

কী দাবি ছিল ট্রাম্পের?
বুধবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, 'উনি (মোদী) আমায় আজ আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে তাঁরা আর তেল কিনবেন না। আমরা চাই চিনও একই পথে হাঁটুক।' রাশিয়া থেকে তেল কেনার জন্য তিনি যে ভারতের উপর অসন্তুষ্ট ছিলেন, তা-ও এদিন স্পষ্ট জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, 'উনি (মোদী) আমার বন্ধু। আমাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে।'

রাহুলের কটাক্ষ 
বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, মোদী আসলেই ট্রাম্পকে ভয় পান। প্রধানমন্ত্রীর সেই ভীতির জন্য বহু ক্ষেত্রেই আপস করতে হচ্ছে ভারতকে। বিরোধী দলনেতার যুক্তি, ‘ভারত রাশিয়া থেকে তেল কেনা কবে বন্ধ করবে সেটা ঠিক করার অনুমতি মোদী ট্রাম্পকে দিয়ে রেখেছেন। পাত্তা না পাওয়ার পরও মাঝে মাঝেই ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা পাঠান মোদি। শার্ম আল শেখে গাজা-ইজরায়েল শান্তি চুক্তিতে উপস্থিত থাকার সাহস দেখাতে পারেননি প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুর নিয়ে এখনও একবার ট্রাম্পের দাবি খণ্ডন করতে পারেননি মোদাী।’

রাশিয়ার প্রতিক্রিয়া
ট্রাম্পের দাবি নিয়ে রুশ রাষ্ট্রদূত ডেনিস অ্যালিপভ বলেন, 'এটা ভারত সরকারের বিষয়। তবে এটুকু জানি, ভারত জাতীয় স্বার্থ আগে দেখবে। দেশের মানুষকে আগে দেখবে। আমাদের মধ্যে সম্পূর্ণরূপে সহযোগিতা রয়েছে।'

Read more!
Advertisement
Advertisement