Advertisement

India on Pak Comment: 'মুখে লাগাম দিন, ভুল করলে...', মুনির-শাহবাজের ফাঁকা আওয়াজের জবাব ভারতের

অপারেশন সিঁদুরে পরাজয়ের পর, পাকিস্তান ভারতের বিরুদ্ধে ঘৃণার মন্তব্য করতে পিছপা হচ্ছে না। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সম্প্রতি আমেরিকা সফর করেছিলেন। সেখানে তিনি ভারতকে পরমাণু বোমা হামলার হুমকি দিয়েছিলেন। এর পর, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছিলেন, তার দেশ ভারতকে এক ফোঁটা জলও কেড়ে নিতে দেবে না, যা তার অধিকার। পাকিস্তানের এই হুমকির উপযুক্ত জবাব দিয়েছে ভারত। 

শাহবাজ-মুনিরকে কড়া হুঁশিয়ারি ভারতেরশাহবাজ-মুনিরকে কড়া হুঁশিয়ারি ভারতের
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 Aug 2025,
  • अपडेटेड 7:34 PM IST

অপারেশন সিঁদুরে পরাজয়ের পর, পাকিস্তান ভারতের বিরুদ্ধে ঘৃণার মন্তব্য করতে পিছপা হচ্ছে না। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সম্প্রতি আমেরিকা সফর করেছিলেন। সেখানে তিনি ভারতকে পরমাণু বোমা হামলার হুমকি দিয়েছিলেন। এর পর, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছিলেন, তার দেশ ভারতকে এক ফোঁটা জলও কেড়ে নিতে দেবে না, যা তার অধিকার। পাকিস্তানের এই হুমকির উপযুক্ত জবাব দিয়েছে ভারত। 

পাকিস্তানি নেতাদের সতর্ক করে রণধীর জয়সওয়াল বলেন, "পাকিস্তান মুখে লাগাম দাও। একটা  ভুল পদক্ষেপ নিলে সাংঘাতিক পরিণতি হবে, যেমনটি সম্প্রতি দেখা গেছে।"

পাকিস্তানি নেতৃত্বের এই বক্তব্যের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "আমরা এমন রিপোর্ট দেখেছি যে পাকিস্তানি নেতৃত্ব ভারতের বিরুদ্ধে বেপরোয়া, যুদ্ধবাজ এবং ঘৃণার মন্তব্য করে চলেছে।" 

বিদেশ মন্ত্রকের এই বক্তব্য আসে, সিন্ধু জল চুক্তি সম্পর্কিত মধ্যস্থতা কোর্টে সিদ্ধান্তের বিষয়ে মন্তব্যের পর। যেখানে বলা হয়, ভারতের পাকিস্তানের দিকে সিন্ধু নদীর জল বন্ধ করা উচিত নয়।

এর জবাবে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আসিম মুনির, শাহবাজ শরিফ এবং প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির উস্কানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করা হয়েছে। যেখানে তাঁকে ভারতকে হুমকি দিতে দেখা যায়। এরই কড়া জবাব দিল ভারত।

Read more!
Advertisement
Advertisement