Advertisement

India Pakistan News: ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, উরি-কুপওয়ারায় গুলিবৃষ্টির যোগ্য জবাব ভারতের

জম্মু-কাশ্মীরের কুপওয়ারা, উরি এবং আখনুরে গুলি ছুড়তে শুরু করে পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারত। ফের উত্তপ্ত পরিস্থিতি ভূস্বর্গে।

India Pakistan NewsIndia Pakistan News
Aajtak Bangla
  • Jammu ,
  • 03 May 2025,
  • अपडेटेड 9:14 AM IST
  • টানা নবমবার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান
  • রাতে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা, উরি এবং আখনুরে গুলি ছুড়তে শুরু করে পাক সেনা
  • পাল্টা যোগ্য জবাব দিয়েছে ভারতও

ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। এই নিয়ে টানা নবমবার বিনা প্ররোচনায় সীমান্তে গুলি ছুড়ল পড়শি দেশ। নিয়ন্ত্রণ রেখা বরাবর শুক্রবার রাতে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা, উরি এবং আখনুরে গুলি ছুড়তে শুরু করে পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতও। 

পহেলগাঁও হামলার পরও নাগাড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। এই নিয়ে দিন তিনেক আগেই সতর্ক করেছে ভারত। তবে সোজা পথে আসার বান্দা নয় পড়শি দেশ। ফের চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে সে দেশের সেনা। জবাবও পেয়েছে উপযুক্ত। 

গত মঙ্গলবার দুই দেশের মিলিটারি অপারেশনের জেনারেল ফোনে কথা বলেন। পাক সেনার তরফে লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালানোর ঘটনা নিয়ে কর্তা বার্তা দেন ভারতের জেনারেল। 

ভারত সিন্ধু জল চুক্তি বাতিল করার পর ২৪ এপ্রিল রাত থেকেই বিনা প্ররোচনায় পাকিস্তানি সেনা নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমান্ত এলাকাগুলিতে গুলি ছুড়তে শুরু করেছিল। ওই দিন রাতেই ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশপথও বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করা হয় ওয়াঘা বর্ডারও। ভারতের সঙ্গে সমস্ত ধরনের বাণিজ্যও বন্ধ হয়ে গিয়েছে পাকিস্তানের। তাদের বক্তব্য, সিন্ধু জল চুক্তি বাতিল করার সিদ্ধান্ত যুদ্ধ ঘোষণা করার সমান। 

২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতির নয়া চুক্তি স্বাক্ষরিত হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে। তবে তারপর সিন্ধু দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। সাম্প্রতি পহেলগাঁও জঙ্গি হামলার পর দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। 

পাকিস্তানের সঙ্গে ৩ হাজার ৩২৩ কিলোমিটার সীমান্ত ভাগ করে ভারত। যা তিন ভাগে বিভক্ত। আন্তর্জাতিক সীমান্ত (IB), যা জম্মুর আখনুরে চেনাব নদী থেকে গুজরাট পর্যন্ত এই সীমান্ত ২ হাজার ৪০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। জম্মুর কিছু অংশ থেকে লে-র কিছু অংশ পর্যন্ত ৭৪০ কিলোমিটার নিয়ন্ত্রণ রেখা (LoC) রয়েছে। ১১০ কিলোমিটার লম্বার অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন (AGPL) সিয়াচেনকে উত্তর জম্মু থেকে ভাগ করছে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement