Advertisement

Modi Gifts Putin: রুপোর ঘোড়া, মার্বেলের দাবা, শ্রীমদ্ভগবদ্গীতা; PM মোদী পুতিনকে দিলেন এই ৬ উপহার

Modi Gifts Putin: পুতিনের হাতে তুলে দেওয়া হল, শ্রীমদ্ভগবদ্‌গীতার রুশ সংস্করণ। আধ্যাত্মিকতা, জীবনদর্শন, কর্তব্যবোধ ও আত্মবিশ্লেষণের এক অনন্য পথনির্দেশ এই ধর্মগ্রন্থ।

রুপোর ঘোড়া, মার্বেলের দাবা, শ্রীমদ্ভগবদ্গীতা; PM মোদী পুতিনকে দিলেন এই ৬ উপহাররুপোর ঘোড়া, মার্বেলের দাবা, শ্রীমদ্ভগবদ্গীতা; PM মোদী পুতিনকে দিলেন এই ৬ উপহার
Aajtak Bangla
  • 05 Dec 2025,
  • अपडेटेड 11:02 PM IST

Modi Gifts Putin: ভারত সফরে এসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পেলেন ভারতীয় ঐতিহ্য, শিল্পকলা এবং কূটনৈতিক সৌহার্দ্যের এক বিরল সংকলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে দেওয়া ছ’টি বিশেষ উপহার শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং ভারত-রাশিয়া সম্পর্কের দৃঢ় বন্ধনের প্রতীক।

প্রথম উপহার হিসেবে পুতিনের হাতে তুলে দেওয়া হয় অসমের বিখ্যাত ব্ল্যাক টি। তার গাঢ় চায়ের রং, মজবুত স্বাদ আর অনন্য সুবাস ভারতের সমৃদ্ধ কৃষি ও শতাব্দী প্রাচীন চা-সংস্কৃতির পরিচায়ক।

দ্বিতীয় উপহার ছিল মুরাদাবাদের ঐতিহ্যবাহী কারিগরির এক অনন্য সৃষ্টি রূপোর টি-সেট। ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের চা-সংস্কৃতি ও আতিথেয়তার বন্ধুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে এই উপহারকে দেখা হচ্ছে। 

আরও পড়ুন

তৃতীয় উপহারে উঠে আসে মহারাষ্ট্রের শিল্প নিখুঁতভাবে খোদাই করা একটি রুপোর ঘোড়া। সামনের দিকে ছুটে চলা ঘোড়ার ভঙ্গিমা দুই দেশের সম্পর্কের শক্তি, গতি এবং ভবিষ্যৎ অগ্রগতিকে প্রতীকীভাবে তুলে ধরে।

চতুর্থ উপহার ছিল আগরার অনন্য মার্বেল কারিগরি, একটি মনোরম চেস সেট, যেখানে রঙিন সেমিপ্রেশিয়াস স্টোন দিয়ে তৈরি নিখুঁত ইনলে ওয়ার্ক চমকে দেয়। ভারতীয় শিল্পীদের দক্ষতা, পরিশ্রম ও নৈপুণ্যের এই দৃষ্টান্ত আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও সমান গুরুত্ব বহন করে।

পঞ্চম উপহার আসে কাশ্মীর উপত্যকার মাটি থেকে। বিশ্বখ্যাত জাফরান, যাকে বলা হয় ‘লাল সোনা’। জিআই ট্যাগপ্রাপ্ত এই উপহার ভারতের প্রকৃতির উপহার, আর কাশ্মীরের সংস্কৃতি ও কৃষির এক উজ্জ্বল প্রতিচ্ছবি।

শেষ উপহারটি ছিল বাকি সবকিছু থেকে আলাদা, শ্রীমদ্ভগবদ্‌গীতার রুশ সংস্করণ। আধ্যাত্মিকতা, জীবনদর্শন, কর্তব্যবোধ ও আত্মবিশ্লেষণের এক অনন্য পথনির্দেশ এই ধর্মগ্রন্থ। মোদির দেওয়া এই ছয়টি উপহার আন্তর্জাতিক কূটনীতির ভাষা ছাড়িয়ে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, সৃজনশীলতা এবং রাশিয়ার সঙ্গে গভীর বন্ধুত্বের প্রতীক হিসেবে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

 

Read more!
Advertisement
Advertisement