Advertisement

মিনিটে ৭০০ গুলি! বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এই রাইফেল বানাচ্ছে ভারত

'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে AK-203 রাইফেল তৈরি করছে ইন্দো-রাশিয়ান প্রাইভেট লিমিটেড (IRRPL)। গত ১৮ মাসে ভারতীয় সেনাবাহিনীর হাতে ৪৮ হাজার রাইফেল তুলে দেওয়া হয়েছে।

ak 203ak 203
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 17 Jul 2025,
  • अपडेटेड 7:09 PM IST
  • AK-203 রাইফেল তৈরি করছে ইন্দো-রাশিয়ান প্রাইভেট লিমিটেড
  • গত ১৮ মাসে ভারতীয় সেনাবাহিনীর হাতে ৪৮ হাজার রাইফেল তুলে দেওয়া হয়েছে

'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে AK-203 রাইফেল তৈরি করছে ইন্দো-রাশিয়ান প্রাইভেট লিমিটেড (IRRPL)। গত ১৮ মাসে ভারতীয় সেনাবাহিনীর হাতে ৪৮ হাজার রাইফেল তুলে দেওয়া হয়েছে। ২০২৫ সালের ১৫ অগাস্টের মধ্যে আরও ৭ হাজার রাইফেল সরবরাহ করা হবে। দেশের মধ্যে প্রথম 'india today'-এই কারখানায় প্রবেশাধিকায় পায়। 

এই রাইফেল বানানোর জন্য ইন্দো-রাশিয়ান প্রাইভেট লিমিটেড রাশিয়ার সঙ্গে ১০০ শতাংশ প্রযুক্তি হস্তান্তর প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন করেছে। এই রাইফেল তৈরিতে এখনও পর্যন্ত ৫০ শতাংশ দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তবে অক্টোবরের মধ্যে ৭০ শতাংশ এবং এই বছরেরই ৩১ ডিসেম্বরের মধ্যে ১০০ শতাংশ দেশীয় প্রযুক্তি ব্যবহার হবে। তখন AK-203-এর নাম হবে 'শের'। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হতে শুরু করলে মাসে ১২ হাজার রাইফেল তৈরি হবে। অর্থাৎ প্রতি ১০০ সেকেন্ডে ১টি। বছরে সংখ্যাটা দাঁড়াবে দেড় লাখে। 

এখনও পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর হাতে ৪৮ হাজার রাইফেল তুলে দেওয়া হয়েছে। ২০২৫ সালের অগাস্টে ৭ হাজার এবং ২০২৫ সালের ডিসেম্বরে ১৫ হাজার রাইফেল সরবরাহ করা হবে। মোট ৬,০১,৪২৭টি রাইফেলের অর্ডার ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। এই প্রকল্পে খরচ হচ্ছে ৫,২০০ কোটি টাকা। 

AK-203 প্রতি মিনিটে ৭০০ রাউন্ড গুলি ছুড়তে সক্ষম। রেঞ্জ প্রায় ৮০০ মিটার। রাইফেলটি সব আবহাওয়ায় ব্যবহারযোগ্য, ওজনে হাল্কা এবং টেকসই। এই প্রকল্পের অধীনে প্রথম রাইফেলটি কোরওয়া প্ল্যান্টে তৈরি করা হয়েছিল ২০২৩ সালে। এখন যদিও সব উপকরণ ভারত থেকেই নেওয়া হচ্ছে। 

কোরওয়াপ্ল্যান্ট দেশের সবচেয়ে উন্নত ছোটো অস্ত্র পরীক্ষায় ল্যাব। এখান থেকে যে সব রাইফেল তৈরি করা হয়েছে বা সরবরাহ করা হয়েছে, সেগুলো নিয়ে কোনও অভিযোগ এখনও সামনে আসেনি। সেনাবাহিনীর পরিকল্পনা হল, INSAS রাইফেল সম্পূর্ণ রূপে বন্ধ করে AK-203 বানানো ও সরবরাহ করা। 

IRRPL-এর সিএমডি মেজর জেনারেল এসকে শর্মা ইন্ডিয়া টুডেকে জানান, প্রাথমিকভাবে রাশিয়া AK-103 অফার করেছিল। কিন্তু তৎকালীন ডিজি ইনফ্যান্ট্রি জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সর্বশেষ AK-203 দাবি করেছিলেন। সেটাও ভারতে তৈরি। এই কারণেই এই প্রকল্প শুরু হয়। শর্মা বলেন যে, ভারত অন্যদেশকে এই রাইফেব বিক্রিও করবে। জানা যায়, অনেক দেশ ইতিমধ্যেই নাকি এই রাইফেল কেনার জন্য প্রস্তাব দিয়েছে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement