Advertisement

Ayodhya Ram Temple-pakistan : 'অহেতুক জ্ঞান দেবেন না', রামমন্দিরে ধ্বজা উত্তোলন ইস্যুতে পাকিস্তানকে কড়া জবাব ভারতের

এই নিয়ে আজ বুধবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পাকিস্তানের অন্য দেশ সম্পর্কে বলার কোনও নৈতিক অধিকার নেই। পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচার, দমন পীড়নের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

অযোধ্যা রামমন্দির অযোধ্যা রামমন্দির
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 26 Nov 2025,
  • अपडेटेड 9:16 PM IST
  • পাকিস্তানের অন্য দেশ সম্পর্কে বলার কোনও নৈতিক অধিকার নেই
  • কড়া বিবৃতি জারি পাকিস্তানের

অযোধ্যার রাম মন্দিরে পতাকা উত্তোলনের ঘটনায় তেলেবেগুনে জ্বলে উঠেছিল পাকিস্তান। ভারতে মুসলিম ঐতিহ্য় কমানোর চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগও করেছিল বিদেশ মন্ত্রক। এবার তার কড়া জবাব দিল ভারত। শেহবাজ শরিফের দেশকে ভারতের বিদেশ মন্ত্রকের সাফ বার্তা, 'অহেতুক জ্ঞান দেবেন না।' 

এই নিয়ে আজ বুধবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পাকিস্তানের অন্য দেশ সম্পর্কে বলার কোনও নৈতিক অধিকার নেই। পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচার, দমন পীড়নের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তাঁর কথায়, 'আমরা পাকিস্তানের বক্তব্য প্রত্যাখ্যান করছি। ধর্মান্ধতা, দমন, পীড়নের জন্য ওই দেশ বিখ্যাত। পাকিস্তানের অন্যদের কাছে ধর্মপ্রচার করার কোনও নৈতিক অধিকার নেই।' 

রামমন্দির ধ্বজা উত্তোলনের পরই পাকিস্তানের বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করে। এক বিবৃতিতে তারা ১৯৯২ সালের ৬ ডিসেম্বরের ঘটনা উল্লেখ করে বলে, ফ্যাসিবাদী চিন্তাভাবনায় অনুপ্রাণিত একদল উগ্র জনতা বাবরি মসজিদ ভেঙে ফেলেছিল। তাছাড়া, পাকিস্তান আরও বলেছে, ভারত দায়ী ব্যক্তিদের মুক্তি দিয়েছে এবং ভেঙে দেওয়া মসজিদের জায়গায় একটি মন্দির তৈরি করা হয়েছে।

পাকিস্তানের বিবৃতি জারি করে বলে, 'আমরা রাম মন্দিরের উদ্বোধনের নিন্দা জানাই। বাবরি মসজিদ ভেঙে ফেলার পর এই মন্দিরটি নির্মিত হয়েছিল। ভারতে ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী মতাদর্শ ধর্মীয় সম্প্রীতি এবং আঞ্চলিক শান্তির জন্য একটি বড় হুমকি। এর মাধ্যমে ভারত মুসলমানদের প্রান্তিক করার চেষ্টা করছে।'

Read more!
Advertisement
Advertisement