ব্রহ্মস এয়ার লঞ্চড মিসাইলের (BrahMos Air Launched Missile) সফল পরীক্ষা চালাল ইন্ডিয়ান এয়ার ফোর্স (IAF)। এই এয়ার মিসাইলটি প্রায় ৪০০ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। SU-30 যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণের পরে মিসাইলটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এটি ছিল এয়ার লঞ্চ মিসাইলের অ্যান্টি-শিপ ভেরিয়েন্টের পরীক্ষা। অর্থাৎ সুখোই থেকে এই মিসাইল নিক্ষেপ করে শত্রুর যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া যাবে। পরীক্ষার সময় লক্ষ্যবস্তু জাহাজটিকে ধ্বংস করে দেয় মিসাইলটি।
এটি SU-30MKI বিমান থেকে ব্রহ্মস মিসাইল বর্ধিত রেঞ্জ ভেরিয়েন্টের (Extended Range Version Of BrahMos Missile) প্রথম উৎক্ষেপণ। এর মাধ্যমে SU-30MKI বিমান থেকে স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে খুব দীর্ঘ পরিসরে নির্ভুল হামলা চালানোর ক্ষমতা অর্জন করেছে।
আরও পড়ুন:Covid-19 In India: ভারতে ঢুকতে RT-PCR টেস্ট মাস্ট, ৬ দেশের জন্য নয়া সিদ্ধান্ত কেন্দ্রের
চলতি মাসেই বিশ্বকে চমকে গিয়ে পরমাণু অস্ত্র বহনে সক্ষম (nuclear-capable ballistic missile) ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক অগ্নি ৫ মিসাইলের পরীক্ষা চালায় ভারত। এই মিসাইলের পাল্লা ৫ হাজার ৪০০ কিলোমিটার। ওড়িশার চাঁদিপুরের আবদুল কালাম আইল্যান্ড (Abdul Kalam Island) থেকে সফলভাবে পরীক্ষা করে দেখা হয় অগ্নি ৫ মিসাইলের।