Advertisement

Karnataka Election 2023 Exit Poll: বেঙ্গালুরুতে কংগ্রেস, করাবলে BJP; জানুন কোথায় কোন দলের পাল্লা ভারী

Karnataka Assembly Election Exit Poll: এই নির্বাচনে সমস্ত দল একে অপরকে কড়া টক্কর দিয়েছে। দক্ষিণের এই রাজ্যে নির্বাচনী গতিবিধি খুব সহজেই বোঝার জন্য আমরা এটিকে কয়েকটি অংশে ভাগ করেছি। সেদিকে নজর দেওয়ার আগে জানিয়ে দিই যে, রাজ্যে মোট ২২৪টি আসন রয়েছে। যেখানে ভোটিং হয়েছে। দেখা গিয়েছে, বেঙ্গালুরুতে কংগ্রেস, করাবলে বিজেপি, জানুন কর্ণাটকে কোথায় কোন দলের পাল্লা ভারী।

বেঙ্গালুরুতে কংগ্রেস, করাবলে বিজেপি, জানুন কর্ণাটকে কোথায় কোন দলের পাল্লা ভারীবেঙ্গালুরুতে কংগ্রেস, করাবলে বিজেপি, জানুন কর্ণাটকে কোথায় কোন দলের পাল্লা ভারী
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 10 May 2023,
  • अपडेटेड 9:19 PM IST
  • বেঙ্গালুরুতে কংগ্রেস এগিয়ে
  • করাবলে বিজেপির পাল্লা ভারী
  • কর্ণাটকে এক্সিট পোল

Karnataka Assembly Election Exit Poll: কর্নাটকে ভোট পর্ব মিটেছে। এখন এক্সিট পোলের সময়। আজতক অ্যাক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোল (india today axis my india aajtak) এখন সামনে চলে এসেছে। এই নির্বাচনে সমস্ত দল একে অপরকে কড়া টক্কর দিয়েছে। দক্ষিণের এই রাজ্যে নির্বাচনী গতিবিধি খুব সহজেই বোঝার জন্য আমরা এটিকে কয়েকটি অংশে ভাগ করেছি। সেদিকে নজর দেওয়ার আগে জানিয়ে দিই যে, রাজ্যে মোট ২২৪টি আসন রয়েছে। যেখানে ভোটিং হয়েছে।

প্রথম ক্ষেত্র হল করাবলি ও এবং পাহাড়ি ক্ষেত্রে

আরও পড়ুন

এই করাবলি ক্ষেত্রে উনিশটি আসন রয়েছে। আজতক অ্যাক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোল অনুযায়ী ১৯ টার মধ্যে ১৬ টা আসন বিজেপির খাতায় জমা হতে চলেছে। ৩ টি কংগ্রেস পাবে। এই ক্ষেত্রে জেডিএস (jds) এবং অন্য দল খাতা খুলতে পারবে না বলে দেখা যাচ্ছে। সেখানে ভোট শেয়ারের কথা বলতে গেলে এই ক্ষেত্রে ৫০ শতাংশ ভোট বিজেপির খাতায় গিয়েছে। সেখানে কংগ্রেসের খাতায় ৪০ শতাংশ ভোট রয়েছে। জেডিএস এর ৬ শতাংশ ভোট বলে দেখা গিয়েছে। বাকি অন্য দলগুলি ভাগ করে নিয়েছে।

অন্য ক্ষেত্র মধ্য কর্ণাটক

মধ্য কর্নাটকের এই ক্ষেত্রে ২৩ টি আসন রয়েছে। এই ২৩টি সিটের মধ্যে ১২ টি কংগ্রেস এবং ১০টি বিজেপি পেতে পারে বলে মনে করা হচ্ছে। বাকি ১ টি আসন জেডিএস এর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে ভোট পার্সেন্টেজের কথা বললে ৪১ শতাংশ কংগ্রেস এবং ৩৫ শতাংশ বিজেপি এবং ১৭ শতাংশ জেডিএসের খাতায় জমা হতে পারে। এছাড়া বাকি ৭% ভোট অন্য দলগুলি ভাগ করে নেবে।

তৃতীয় ক্ষেত্র হল বেঙ্গালুরু

বেঙ্গালুরু ক্ষেত্রে মোট ২৮ টি আসন রয়েছে। এই ক্ষেত্রে কংগ্রেস ২৮ টার মধ্যে ১৭ টা আসন পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিজেপি বাকি আসনের মধ্যে ১০টি এবং ১ টি সিট জেডিএস পেতে পারে বলে অনুমান। ভোট শেয়ারের কথা বলতে গেলে বেঙ্গালুরু রিজিয়নে কংগ্রেস ৪৪ শতাংশ ভোট পেতে পারে এবং ৩৮ শতাংশ ভোট বিজেপির খাতায় যেতে পারে। অন্য দলগুলি তিন শতাংশ ভোট ভাগ করে নেবে।

Advertisement

চতুর্থ ক্ষেত্রে হল হায়দ্রাবাদ

কর্ণাটকের সঙ্গে লাগোয়া হায়দ্রাবাদের আশপাশের এলাকা হায়দ্রাবাদ রিজিয়ন বলে পরিচিত। এই হায়দ্রাবাদ ক্ষেত্রের মোট ৪০ টি আসন রয়েছে। এর মধ্যে ৩২ টি আসন কংগ্রেস পেতে পারে বলে দেখা যাচ্ছে। ৭ টি আসন শুধুমাত্র বিজেপির খাতায় যেতে পারে। এছাড়া একটি আসন জেডিএস পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। এখানে ভোট শেয়ারের কথা বলতে গেলে ৪৭ শতাংশ কংগ্রেসের খাতায়, ৩৬ শতাংশ বিজেপির খাতায় এবং জেডিএস পেতে পারে ১৩ শতাংশ ভোট। বাকি ৪% অন্য দলগুলি ভাগ করে নেবে।

পঞ্চম ক্ষেত্রে হল বোম্বে

বোম্বে-কর্ণাটক ক্ষেত্রে মোট ৫০ টি আসন রয়েছে। এই ৫০ টির মধ্যে ২৮ টি সিট কংগ্রেস পেতে পারে বলে মনে করা হচ্ছে। ২১টি আসন বিজেপির খাতায় যেতে পারে। এছাড়া একটা আসন জেডিএস পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। ভোট শেয়ারের কথা বলতে গেলে কংগ্রেস ৪৫ শতাংশ, সেখানে বিজেপি ৪২ শতাংশ ভোট পেতে পারে এবং বাকি ৫ শতাংশ অন্য দলগুলি পেতে পারে।

ষষ্ঠ ক্ষেত্র হলো ওল্ড মাইসোর

ওল্ড মাইসোর ক্ষেত্রে মোট ৬৪ বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে কংগ্রেস ৩৬ টি আসন পেতে পারে। সেখানে জেডিএস ১৮ টি আসন পেতে চলেছে বলে দেখা যাচ্ছে। এই রিজিয়নে বিজেপির খাতায় ৬ টি আসন দেখা যাচ্ছে। সেখানে ৪ টি আসন অন্য দলগুলি পেতে পারে। ভোট শেয়ারের কথা বলতে গেলে কংগ্রেস ৪০ শতাংশ ভোট পেতে পারে এবং জেডিএস ২৮ শতাংশ ভোট পেতে চলেছে। এই ক্ষেত্রে বিজেপি ২৫ শতাংশ ভোট পেতে পারে এবং ৭% ভোট অন্য দলগুলি পাবে বলে মনে করা হচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement