Advertisement

India Today Conclave East 2022 : 'ভুল বোঝাবুঝির জেরে অগ্নিপথ-বিক্ষোভ,' মন্তব্য লেফটেন্যান্ট জেনারেল কালিতার

অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তারপর থেকেই দেশের বিভিন্ন অংশ শুরু হয় বিক্ষোভ (Agneepath Scheme Protest)। বিশেষত বিহার ও উত্তর প্রদেশে অগ্নিপথ বিরোধী আন্দোলন বড় আকার ধারণ করে। কোথাও কোথাও রীতিমতো হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও সেনার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় অগ্নিপথ প্রত্যাহার হবে না। এমনকি নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করা হয়। 

রানা প্রতাপ কালিতারানা প্রতাপ কালিতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jul 2022,
  • अपडेटेड 6:11 PM IST
  • ইন্ডিয়া টুডে কনক্লেভে অগ্নিপথ নিয়ে আলোচনা
  • গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন লেফটেন্যান্ট জেনারেল
  • যা বললেন তিনি...

কিছুদিন আগেই অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তারপর থেকেই দেশের বিভিন্ন অংশ শুরু হয় বিক্ষোভ (Agneepath Scheme Protest)। বিশেষত বিহার ও উত্তর প্রদেশে অগ্নিপথ বিরোধী আন্দোলন বড় আকার ধারণ করে। কোথাও কোথাও রীতিমতো হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও সেনার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় অগ্নিপথ প্রত্যাহার হবে না। এমনকি নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করা হয়। 

এবার অগ্নিপথ প্রকল্প নিয়েই India Today Conclave East 2022-এর মঞ্চে উপস্থিত হয়ে বেশকিছু গুরুত্ব বিষয়ে তুলে ধরলেন লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কালিতা। অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশের বিভিন্ন অংশে যে বিক্ষোভ দেখা গিয়েছে, তার প্রক্ষিতে লেফটেন্যান্ট জেনারেল বলেন,"অগ্নিপথ স্কিমের সমস্ত ভালো-মন্দ নিয়ে আলোচনা করা হয়েছে। প্রাথমিকভাবে ভুল বোঝাবুঝি ও সঠিক তথ্য না থাকার কারণেই এমনটা হয়েছে। এতে যুবকেদর প্রোফাইল বাড়বে। অবসর গ্রহণের পর সেবানিধি প্যাকেজ দেওয়া হবে। যুবকরা এখন এই স্কিমে আসতে এবং যোগ দিতে আগ্রহী।" 

অগ্নিপথের বিরোধিতা করে দেশের বিভিন্ন অংশে যে আন্দোলন হয়েছে সেখানে অনেকেই অবসরের পর জওয়ানদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন। এর প্রেক্ষিতে লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কালিতা (Lt General Rana Pratap Kalita) বলেন,"ভাবনাচিন্তা করেই অগ্নিপথ প্রল্পের ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত দুই বছর ধরে কোনও নিয়োগ হয়নি।  বিভিন্ন সরকারি মন্ত্রক ও কর্পোরেট হাউসের তরফে অগ্নিবীর জন্য ১০-২০ শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে। আমার নিশ্চিত এমনটা হবে।" 

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement