Advertisement

India Today Conclave Mumbai 2025: 'যাদের নেপাল প্রেম, তারা নেপালে থাকুন,' Gen Z বিক্ষোভ নিয়ে ফড়নবীশ

মুম্বইয়ে ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৫ (India Today Conclave 2025)-এর মঞ্চে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মারাঠা সংরক্ষণ থেকে শুরু করে ভোট চুরি প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের অকপটে উত্তর দেন। নেপালে Gen-Z আন্দোলনে সরকার পতন, সে প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্যকে নিশানা করেন তিনি।

 মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ
Aajtak Bangla
  • মুম্বই,
  • 25 Sep 2025,
  • अपडेटेड 11:47 AM IST

মুম্বইয়ে ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৫ (India Today Conclave 2025)-এর মঞ্চে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মারাঠা সংরক্ষণ থেকে শুরু করে ভোট চুরি প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের অকপটে উত্তর দেন। নেপালে Gen-Z আন্দোলনে সরকার পতন, সে প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্যকে নিশানা করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, যারা নেপালের Gen-Z-কে ভালোবাসেন তারা নেপালে গিয়ে বসবাস করুক।

রাহুল গান্ধীর 'Gen-Z' প্রশ্নের জবাবে দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ভারত এবং নেপালের পরিস্থিতি আলাদা। যারা নেপালকে ভালোবাসেন তাদের নেপালে থাকা উচিত। ভারতেও কি এমন পরিস্থিতি তৈরি হতে পারে? এ প্রসঙ্গে তিনি বলেন, "ভারতের তরুণদের প্রতিবাদের সময় নেই। কারণ তারা স্টার্টআপ, এআই এবং আইটির মতো ক্ষেত্রে কাজ করছে।"

তিনি আরও বলেন, তরুণ ভারতীয় ইঞ্জিনীয়রেরা বিশ্বব্যাপী নিজেদের জন্য একটি সুনাম তৈরি করেছেন। সিলিকন ভ্যালিতেও তাদের দেখা যায়। তিনি বিশ্বাস করেন, ভারতের Gen-Z-র চিন্তাভাবনা ভিন্ন এবং নেপালের মতো নয়।

ফড়নবিশ আরও বলেন, রাহুল গান্ধী সব কৌশল চেষ্টা করে দেখেছেন। তিনি মনে করেন, Gen-Z-র কাছে আবেদন করে তিনি কিছু অর্জন করতে পারবেন। কিন্তু Gen-Z-র চোখে রাহুল গান্ধীর মূল্য কী? আমরা তা বলতে চাই না। ভারতের তরুণদের প্রতিবাদ করার সময় নেই।
 

Read more!
Advertisement
Advertisement