আজ থেকে কোয়েম্বাত্তুরে শুরু হচ্ছে ইন্ডিয়া টুডে সাউথ কনক্লেভ। আজ ৮ সেপ্টেম্বর এবং আগামিকাল ৯ সেপ্টেম্বর হোটেল লে মেরিডিয়ানে কনক্লেভের আয়োজন করা হয়েছে। দক্ষিণ ভারতের নানা দৃষ্টিভঙ্গিকে এক মঞ্চে আনা, ঐতিহ্যের সংরক্ষণ করা, সৃজনশীলতায় উৎসাহ দেওয়া এবং অর্থনৈতিক অগ্রগতির পথ খোঁজাই ইন্ডিয়া টুডের এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য।
গত দুই দশক ধরে, ইন্ডিয়া টুডে কনক্লেভ বিশ্বব্যাপী চিন্তা ও মননের প্ল্যাটফর্ম হিসাবে সাড়া ফেলে দিয়েছে। ভূ-রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি, সংস্কৃতি এবং সামাজিক অগ্রগতির মতো বিষয়ে বিভিন্ন কনক্লেভে নানা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। রাষ্ট্রনেতা থেকে শুরু করে দূরদর্শী দার্শনিক, এক ছাদের তলায় সকলে নিজের মত প্রকাশ করেছেন।
এ বছরের সাউথ কনক্লেভেরও সেই একই উদ্দেশ্য। এবারের সাউথ কনক্লেভে প্রযুক্তি বিপর্যয়, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন, নতুন অর্থনৈতিক পরিস্থিতি এবং সাংস্কৃতিক পরিচয়ের পরিবর্তনের মতো তাৎপর্যপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।
সমস্ত আপডেটের জন্য আমাদের লাইভ ব্লগে নজর রাখুন।
প্রাক্তন নির্বাচন কমিশনাররা বিহারের ভোটার তালিকা সংশোধনের বিষয়টিকে সঠিক বলে জানিয়েছেন, তবে এর সময়সীমা নিয়েও প্রশ্ন তুলেছেন। নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকা সংশোধন করেছে এবং এখন সারা দেশে এটি করার প্রস্তুতি চলছে। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে, প্রাক্তন নির্বাচন কর্তারা বলেন নির্বাচনের ঠিক আগে এটি করা সঠিক নয়।
তিনজন প্রাক্তন নির্বাচন কর্তা সিস্টেম্যাটিক ইনভেস্টিগেশন অফ রোলস (SIR) এর ধারণাকে সমর্থন করেছেন। তবে বিহারে এর সময়সীমা এবং বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন, ভোটার তালিকায় 'ত্রুটি থাকতে বাধ্য' এবং ভোটের ঠিক আগে এই আলোড়ন সৃষ্টি করা উচিত নয়।
বিশ্বজুড়ে গণতন্ত্রগুলির নিরিখে ভারত যে নির্বাচন ব্যবস্থায় এক নম্বরে, মনে করিয়ে দিলেন প্রাক্তন CEC ওপি রাওয়াত। বললেন, 'ভারতের নির্বাচন ব্যবস্থা এক কথায় গোল্ড স্ট্যান্ডার্ড। বিশ্বের বেশিরভাগ দেশই আমাদের ভোটকে সবচেয়ে অবাধ, সুষ্ঠু এবং নির্ভরযোগ্য বলে প্রশংসা করে।'
সোমবার ইন্ডিয়া টুডে সাউথ কনক্লেভে ভোটার তালিকা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার সময় তিন প্রাক্তন নির্বাচন কমিশনার বলেন, ভারতে নির্বাচন মূলত অবাধ ও সুষ্ঠু হয় এবং 'ভোট চুরি'র অভিযোগ 'রাজনৈতিক বাগাড়ম্বর'।
ভারতের নির্বাচন মূলত স্বাধীন ও নিরপেক্ষভাবেই হয়ে থাকে। আর ‘ভোট চুরি’র অভিযোগ আসলে রাজনৈতিক রণনীতির অংশ, যা ভোটের মরশুমে প্রায়শই ওঠে বলে মন্তব্য করেছেন দেশের তিন প্রাক্তন নির্বাচন কমিশনার। সোমবার ইন্ডিয়া টুডে সাউথ কনক্লেভ-এ নির্বাচনী তালিকা সংক্রান্ত আলোচনায় তাঁরা এই মন্তব্য করেন।
৮ ও ৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোয়েম্বাত্তুরে আয়োজিত ইন্ডিয়া টুডে কনক্লেভ সাউথ ২০২৫। দুই দিনের এই সম্মেলনে নীতি-নির্ধারক, রাজনৈতিক নেতা, শিল্পপতি, সৃষ্টিশীল মানুষ এবং সমাজের পরিবর্তনকামীদের একত্রিত করা হবে। মূল থিম,‘দক্ষিণের ভাবনা, দেশের জন্য।’
দ্বিতীয় দিন, অর্থাৎ ৯ সেপ্টেম্বর, সকাল ১০:৪৫ মিনিটে, কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার আলোচনায় অংশ নেবেন। এরপর, দুপুর ১২টায়, তামিলনাড়ুর তথ্য প্রযুক্তি ও ডিজিটাল পরিষেবা মন্ত্রী ডঃ পিটিআর পালানিভেল থিয়াগরাজন (পিটিআর) তাঁর বক্তব্য পেশ করবেন।
বিকেল ৩টেয়, কেরল সরকারের আঞ্চলিক স্বায়ত্তশাসন বিভাগ এবং আবগারি মন্ত্রী এমবি রাজেশ মঞ্চে উপস্থিত থাকবেন। কেরল কংগ্রেস বিধায়ক এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালাও এই সেশনে অংশগ্রহণ করবেন।
কনক্লেভের প্রথম দিনে, তামিলনাড়ুর অর্থমন্ত্রী এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী থাঙ্গাম তেনারাসু সকাল ১১ টায় তাঁর বক্তব্য পেশ করবেন। এরপর দুপুর ১২:১৫ টায় অন্ধ্রপ্রদেশের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী নারা লোকেশের সেশন।
দুপুর ১২:৪৫ মিনিটে, ভারতের প্রথম ফর্মুলা ওয়ান রেসার নারায়ণ কার্তিকেয়ন থাকবেন। সন্ধ্যা ৬ টায়, তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি কে. আন্নামালাই বক্তব্য রাখবেন।