Advertisement

India US Trade Deal: আচমকাই ভারত সফর বাতিল মার্কিন বাণিজ্যিক প্রতিনিধি দলের, ট্যারিফ নিয়ে ঘনাচ্ছে আশঙ্কার মেঘ

আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানিয়েছিলেন, ট্যারিফ বৃদ্ধি বা কম করা নিয়ে এখনই তিনি কিছু ভাবছেন না। তবে এবার দেখা গেল, ভারতে আসা স্থগিত করে দিল মার্কিন বাণিজ্যিক প্রতিনিধি দল। সেক্ষেত্রে ২৭ অগাস্ট থেকে কার্যকর হয়ে যাচ্ছে ট্রাম্পের চাপানো ৫০ শতাংশ শুল্ক।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 17 Aug 2025,
  • अपडेटेड 7:42 AM IST
  • ভারত সফর স্থগিত করে দিল মার্কিন বাণিজ্যিক প্রতিনিধি দল
  • ২৫ অগাস্ট বাণিজ্যিক চুক্তি নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল
  • ২৭ অগাস্ট থেকে কার্যকর হচ্ছে ট্রাম্পের চাপানো ট্যারিফ

গত কয়েক দশকের মধ্যে এই প্রথম ভারত এবং আমেরিকার সম্পর্কের এতটা অবনতি হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ওয়ার থেকে ভারত আগামী দিনে মুক্তি পাবে না বলেই আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, শনিবার ভারতকে আরও একটি বড় ধাক্কা দিয়েছে ট্রাম্পের আমেরিকা। সে দেশের প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্যিক সমঝোতার বার্তালাপ স্থগিত করে দেওয়া হয়েছে। ২৫ অগাস্ট থেকে ২৯ অগাস্ট পর্যন্ত দিল্লিতে এই বৈঠক হওয়ার কথা ছিল। তবে জানা যাচ্ছে, এই মুহূর্তে মার্কিন আধিকারিকরা ভারত সফর করছেন না। তাঁদের সফর আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। যদি পরবর্তীতে কবে তাঁরা ফের বাণিজ্যিক আলোচনার জন্য এ দেশে আসবেন, তার কোনও ইঙ্গিত মেলেনি। 

এখনও পর্যন্ত ৫ বার আলোচনা
এখনও পর্যন্ত ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক চুক্তি নিয়ে ৫ বার আলোচনা হয়ে গিয়েছে। ষষ্ঠবারের আলোচনা তারা স্থগিতকরে দিয়েছে। এই বৈঠক পিছিয়ে দেওয়া ভারতের জন্য বড় ধাক্কা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ আমেরিকার তরফে ভারতের উপর চাপানো ২৫ শতাংশ অতিরিক্ত ট্যারিফ অর্থাৎ মোট ৫০ শতাংশ ট্যারিফ আগামী ২৭ অগাস্ট থেকে কার্যকর হচ্ছে। 

কৃষি ও ডায়েরি ক্ষেত্রে চাপ বাড়বে
আমেরিকা ভারতের কৃষি এবং ডায়েরি ক্ষেত্রে আরও বাণিজ্যিক লেনদেন চাইছে। তবে ভারত স্পষ্ট করে দিয়েছে, কৃষকদের স্বার্থ ক্ষুন্ন হবে এমন কোনও চুক্তিতে যাবে না। কৃষি প্রধান দেশ ভারতের কৃষিক্ষেত্রে মার্কিনিরা থাবা বসালে বড়সড় আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন

দ্বিগুণ ব্যবসার লক্ষ্য
আমেরিকা এবং ভারত দীর্ঘসময় ধরে বাণিজ্যিক বোঝাপড়ায় রয়েছে। টার্গেট রয়েছে বাণিজ্যিক চুক্তির প্রথম ধাপ সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে সম্পন্ন করা। ২০৩০ সাল পর্যন্ত বাণিজ্যিক লেনদেন ৫০০কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে যা বর্তমানে ১৯১ কোটি ডলার। 

আমেরিকার ট্যারিফের প্রভাব
চলতি মাসের ৭ তারিখ থেকে ভারতের উপর ২৫ শতাংশ ট্যারিফ কার্যকর করেছে আমেরিকা। রাশিয়া থেকে তেল আমদানি করার কারণে আরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মোট ৫০ শতাংশ এই ট্যারিফ আগামী ২৭ অগাস্ট থেকে লাগু হবে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement