Advertisement

রাহুলের মন্তব্যে আপত্তি CPIM-এর, কী বললেন অভিষেক? INDIA-র ভার্চুয়াল বৈঠকে আর কী হল?

সংসদের বাদল অধিবেশনের আগে স্ট্র্যাটেজি বৈঠকে বসেছিল ইন্ডিয়া জোট। ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকে যোগ দেন রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। কী কী পরিকল্পনা করা হল বাদল অধিবেশনের জন্য। কোন কোন বিষয়ে সকলে একমত হলেন?

ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Jul 2025,
  • अपडेटेड 10:01 AM IST
  • বাদল অধিবেশনের আগে স্ট্র্যাটেজি বৈঠকে ইন্ডিয়া
  • রাহুলের কোন মন্তব্যে আপত্তি বামেদের?
  • বৈঠকে কী প্রশ্ন তুললেন অভিষেক?

সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। সংসদের অন্দরে শাসকদলকে কোন কোন ইস্যুতে নাস্তানাবুদ করা যায়, সেই নিয়ে স্ট্র্যাটেজি ঠিক করতে শনিবার ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন ইন্ডিয়া জোটের নেতারা। বৈঠকের সভাপতিত্ব করেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। দিল্লির ১০, জনপথ থেকে সনিয়ার সঙ্গে বৈঠকে যোগ দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। উপস্থিত ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন কোন বিষয় নিয়ে আলোচনা হল বৈঠকে? কোন কোন বিষয়ে বিরোধ?

রাহুলের মন্তব্যে আপত্তি বামেদের

রাহুল গান্ধী RSS এবং কমিউনিস্টদের একই ব্র্যাকেটে ফেলায় ফুঁসে উঠেছে CPI ও CPIM। CPI-এর সাধারণ সম্পাদক ডি রাজা রাহুলের নাম না করেই বৈঠকের মধ্যে এই ধরনের টিপ্পনি করা থেকে বিরত থাকার কথা উল্লেখ করেন। তবে বৈঠকের পূর্বেই CPIM সাধারণ সম্পাদক এমএ বেবি বলেন, 'লোকসভার বিরোধী দলনেতা বলেছেন আদর্শগত ভাবে RSS এবং CPIM-এর বিরুদ্ধে তিনি লড়বেন। এটা দুর্ভাগ্যজনক। আশা করব উনি মন্তব্য করার আগে আরও সচেতন হবেন। সমালোচনা হতেই পারে কিন্তু আমরা কখনওই BJP এবং কংগ্রেসকে একই আসনে বসাব না। কিন্তু উনি তা করলেন।' CPIM সাংসদ বিকাশ ভট্টাচার্য বলেন, 'আপনি যদি সত্যি সত্যিই BJP এবং RSS-এর বিরুদ্ধে লড়তে চান তবে আপনাকে CPIM-এর সঙ্গে হাত মিলিয়েই লড়তে হবে। নাহলে সেটা মক ফাইট হয়ে যাবে।'

কী কী স্ট্র্যাটেজিতে একমত সকলে?

আসন্ন অধিবেশনে একাধিক বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার তথা BJP-কে চক্রবূহ্যের মতো চেপে ধরতে চাইছে বিরোধী দলগুলি।

> পহেলগাঁও কাণ্ড এবং তার পরবর্তীতে অপারেশন সিঁদুর।

> যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা।

> বিহারে ভোটার সমীক্ষা।

> আমেরিকা, চিন ও পাকিস্তান নিয়ে ভারতের বিদেশ নীতি।

> ডিলিমিটেশন।

> পিছিয়ে পড়া জাতি ও দলিতদের উপর অত্যাচার।

> আহমেদাবাদ বিমান দুর্ঘটনা।

> সরকারি এজেন্সি দিয়ে বিরোধীদের উপর চাপ দেওয়া।

Advertisement

কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

সূত্র মারফত জানা গিয়েছে, বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, এখন দেশের মানুষ অন্ধকারে। কেন্দ্রীয় সরকার কিছুই জানাচ্ছে না। ট্রাম্পের সোশ্যাল মিডিয়া দেখে দেশের মানুষকে সব জানতে হচ্ছে। জানা গিয়েছে, বিদেশে প্রতিনিধি দল পাঠিয়ে কী লাভ হয়েছে, ইন্ডিয়ার বৈঠকে সেই প্রশ্নও তুলেছেন অভিষেক। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অভিষেক বলেছেন, বিদেশে প্রতিনিধি দল পাঠিয়ে কী আদৌ ভাল কিছু হল? ক’টা দেশ ভারতের পক্ষ নিল? এশিয়ার কোনও দেশ তো পাকিস্তানের নাম করে সমালোচনা পর্যন্ত করল না।

বৈঠকে কারা উপস্থিত ছিলেন?

জয়রাম রমেশ

এমএ বেবি

হেমন্ত সোরেন

তেজস্বী যাদব

তিরুচি শিবা

শরদ পাওয়ার

মল্লিকার্জুন খাড়গে

অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাহুল গান্ধী

সনিয়া গান্ধী

রামগোপাল যাদব

ডি রাজা

উদ্ধব ঠাকরে

সঞ্জয় রাউত

ওমর আবদুল্লা

এছাড়াও আরও অন্যান্য জোট শরিকদের প্রতিনিধিরা।

Read more!
Advertisement
Advertisement