Advertisement

Operation Sindoor: ভারতীয় নৌবাহিনীর আক্রমণে ধ্বংস করাচি বন্দর, আক্রমণে দিশেহারা পাকিস্তান

ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের করাচি বন্দর ধ্বংস করেছে। নৌবাহিনী করাচি বন্দরে নৌ আক্রমণে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বলা হচ্ছে যে এই হামলায় করাচি বন্দর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে।

আইএনএস বিক্রান্তআইএনএস বিক্রান্ত
Aajtak Bangla
  • ধরমশালা,
  • 09 May 2025,
  • अपडेटेड 12:45 AM IST

ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের করাচি বন্দর ধ্বংস করেছে। নৌবাহিনী করাচি বন্দরে নৌ আক্রমণে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বলা হচ্ছে যে এই হামলায় করাচি বন্দর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানের জঙ্গি ঘাঁটি নষ্ট করতে অপরেশন চালায় ভারত। এরপরেই তীব্র উত্তেজনার শুরু হয়। ভারতীয় নৌবাহিনী ইতিমধ্যেই আরব সাগরে আইএনএস বিক্রান্ত মোতায়েন করেছে। এই নৌ আক্রমণ জাহাজটি করাচি উপকূলের কাছে মোতায়েন করা হয়েছিল। এই যুদ্ধ জাহাজের স্ট্রাইক গ্রুপে একটি বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন-বিধ্বংসী যুদ্ধজাহাজ এবং অন্যান্য সহায়ক জাহাজ রয়েছে।

ভারতীয় বাহিনী পাকিস্তানি বিমান ধ্বংস করেছে
সরকারি সূত্র জানিয়েছে যে, জম্মু ও পাঞ্জাবের বেশ কয়েকটি স্থানে ইসলামাবাদ হামলা চালানোর পর ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি পাকিস্তানি এফ-১৬ এবং দুটি জেএফ-১৭ জেট বিমান নামিয়ে দিয়েছে। সূত্রের খবর, ভারত পাকিস্তানের পঞ্জাব প্রদেশের অভ্যন্তরে পাকিস্তানের বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থা (AWACS) ও ভূপাতিত করেছে। এই আক্রমণটি পাকিস্তান সীমান্তের ভেতরে সংঘটিত হয়েছিল। 

পাকিস্তান ভারতের অনেক জায়গায় আক্রমণের চেষ্টা করে
ভারতের সঙ্গে উত্তেজনা বাড়াতে পাকিস্তান গভীর রাতে ভারতের বেশ কয়েকটি স্থানে আক্রমণ করার চেষ্টা করে, যার কড়া জবাব দেয় ভারতীয় বিমান প্রতিরক্ষা। এ দিকে, পাকিস্তানের ছোড়া একটি ড্রোনও জম্মু সিভিল বিমানবন্দরে পড়ে, যার পরে ভারতীয় যুদ্ধবিমানগুলি পাকিস্তানি আক্রমণের পাল্টা জবাব দেয় এবং সেগুলিকে নিষ্ক্রিয় করে।

কী হয়েছিল?

গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান, পাক অধিকৃত কাশ্মীরে ৯ টি সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয় সবকটি জঙ্গি শিবির। মৃত্যু হয় অন্তত ১০০ জনের। এরপর থেকে প্রতিশোধের আগুনে ফুসছিল পাকিস্তান। বুধবার রাতে ভারতের একাধিক সেনা ছাউনিতে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তান। কিন্তু সেই হামলা ফলপ্রসূত হয়নি। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের ড্রোন ও মিসাইল হামলা নিষ্ক্রিয় করে দেয়। পালটা হামলা চালিয়ে পাকিস্তানের লাহোর সহ বেশ কয়েকটি শহরে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়।

Advertisement

Read more!
Advertisement
Advertisement