Advertisement

Narendra Modi On Gaza : গাজা নিয়ে মুখ খুললেন PM মোদী, শান্তি ফিরিয়ে আনার জন্য ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ

গাজায় যুদ্ধ থামানোর জন্য হামাস ও ইজরায়েলকে রাজি করিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বিষয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই শান্তিচুক্তির অংশ হিসেবে ২০ জন ইজরায়েলিকে বন্দীদশা থেকে মুক্তি দিয়েছে হামাস।

Narendra Modi,Donald TrumpNarendra Modi,Donald Trump
Aajtak Bangla
  • দিল্লি,
  • 13 Oct 2025,
  • अपडेटेड 8:26 PM IST
  • গাজায় যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের প্রশংসা মোদীর
  • ইজরায়েলের প্রধানমন্ত্রীরও প্রশংসা নমোর

গাজায় যুদ্ধ থামানোর জন্য হামাস ও ইজরায়েলকে রাজি করিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বিষয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই শান্তিচুক্তির অংশ হিসেবে ২০ জন ইজরায়েলিকে বন্দীদশা থেকে মুক্তি দিয়েছে হামাস। তার উল্লেখ করে উভয়পক্ষকে শুভেচ্ছা জানান নমো। 

গাজায় শান্তি ফেরানোর আবেদন করে বিশ্বব্যাপী আন্দোলন চলছিল। বহু দেশের মানুষ পথেও নেমেছিল। হামাস ও ইজরায়েলের মধ্যে মধ্যস্থতা করেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশকেই শর্ত দেন তিনি। শান্তি না ফেরালে পদক্ষেপ করা হবে, চরম হুঁশিয়ারিও দেন ট্রাম্প। এরপরই দুই দেশ সংঘর্ষবিরতির অংশ হিসেবে বন্দী প্রত্যর্পণ শুরু করে। প্রশংসা করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রচেষ্টা ও বেঞ্জামিন নেতানিয়াহুর দৃঢ় সংকল্পকে। 

প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, '২ বছরেরও বেশি সময় ধরে বন্দী থাকার পর ইজরায়েলের বন্দীরা মুক্তি পেয়েছে। তাঁদের শুভেচ্ছা। রাষ্ট্রপতি ট্রাম্প  শান্তি ফিরিয়ে আনতে অনবরত প্রচেষ্টা চালিয়েছেন। রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃঢ় সংকল্পের প্রশংসা করতেই হচ্ছে। এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রপতি ট্রাম্পের আন্তরিক প্রচেষ্টাকে সমর্থন করি।' 

মোদীর ট্যুইট

ইজরায়েল থেকে সোমবার মিশরের শর্ম-আল-শেখে আয়োজিত শান্তি সম্মেলনে যাবেন ট্রাম্প। সেই সম্মেলনে যোগ দেওয়ার জন্য শেষ মুহূর্তে আমন্ত্রণ জানানো হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সম্মেলনে ভারতের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং। সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ইতানির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ সহ ২০টি দেশের প্রধান উপস্থিত থাকবেন। 

Read more!
Advertisement
Advertisement