আবারও বিমান দুর্ঘটনা। এবার ভেঙে পড়ল ভারতের বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান। রাজস্থানের চুরুতে বিমানটি ভেঙে পড়েছে। ঘটনাস্থল থেকে দু'জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ সুপার। বিমান ভেঙে পড়তেই এলাকার বাসিন্দারা জড়ো হয়ে যান। ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। তাতে দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাওয়া যাচ্ছে।
বুধবার সকালে রাজস্থানের চুরু এলাকার রতনগড় এলাকার ভানুদা গ্রামে সামরিক বিমানটি ভেঙে পড়ে। জানা গিয়েছে, বিমানটি সুরাটগড় ঘাঁটি থেকে উড়েছিল। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে রওনা হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, আকাশে বিকট শব্দের পর বিমানটি ভেঙে পড়ে। তারপরেই বিমানে আগুন লেগে যায়। গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করেছিল। ধ্বংসস্তূপের কাছ থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই মৃতদেহ পাইলটের কি না তা এখনও নিশ্চিত করা যায়নি। সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রতনগড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কালেক্টর অভিষেক সুরানা এবং স্থানীয় পুলিশ কর্তারা ঘটনাস্থলে রওনা হয়েছেন, সেনাবাহিনীর উদ্ধারকারী দলও ঘটনাস্থলে যাচ্ছে। ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়ল সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।