বদলা নেওয়ার রব উঠছে চারপাশে। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কী প্রত্যাঘাত করবে ভারত, তা নিয়ে জল্পনা চলছে নানা মহলে। ইতিমধ্যেই কূটনৈতিক স্তরে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে নয়া দিল্লি। এই আবহে সামরিক মহড়া শুরু করল ভারতীয় বায়ুসেনা। 'এক্সারসাইজ আক্রমণ'-এর অধীনে সামরিক মহড়া করছে বায়ুসেনা। যে মহড়ায় পাহাড় ও স্থল লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। কেন্দ্রীয় সেক্টরে বর্তমানে যুদ্ধ মহড়া চলছে। এই মহড়ায় বিমান বাহিনীর পাইলটরা পাহাড়ি ও স্থল লক্ষ্যবস্তুতে হামলার অনুশীলন করছেন।
সূত্রের খবর, ইস্টার্ন সেক্টর থেকে সেন্ট্রাল সেক্টরে অনেক বায়ুসেনার সরঞ্জাম পাঠানো হয়েছে। যেখানে এই মহড়ার আওতায় দূরদূরান্তে গিয়ে শত্রুর অবস্থানে সুনির্দিষ্ট বোমাবর্ষণ করা হচ্ছে। পাইলটরা বাস্তব যুদ্ধের পরিস্থিতিতে অনুশীলন করছেন, যাতে তাঁরা যুদ্ধের মতো পরিস্থিতিতে কাজ করার অভিজ্ঞতা পেতে পারেন।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে অন্যতম দর্শনীয় স্থান পহেলগাঁওয়ের বৈসরণে পর্যটকদের উপর এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। হামলায় ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে ৩ জন বাঙালি পর্যটক। জখম হয়েছেন আরও অনেকে। পুলওয়ামার হামলার পর ভূস্বর্গে এত বড় মাপের জঙ্গি হামলা হল। পর্যটকে ঠাসা কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, 'ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বার করবে। তাদের চিহ্নিত করে শাস্তি দেবে। শাস্তি দেওয়া হবে তাদের মদতদাতাদেরও।' মোদী এ-ও বলেছেন, 'যে সব জঙ্গি এই হামলা ঘটিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে, যা কল্পনাতীত।' পাক নাগরিকদের দেওয়া সমস্ত ভিসা বৃহস্পতিবার বাতিল করে দেওয়া হল। এমনকী, মেডিক্যাল ভিসার বৈধতার সময়ও বেঁধে দিল মোদী সরকার। এই ভিসার মেয়াদ থাকবে ২৯ এপ্রিল পর্যন্ত।