Advertisement

India Pakistan Conflict: সব পাক ড্রোন ধ্বংস, অমৃতসরে মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, ছবি প্রকাশ্যে

ভারতের কাছে বার বার পর্যদুস্ত হচ্ছে পাকিস্তান। তবুও ভারতের উপর হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বেকায়দায় পড়া পাকিস্তান। শুক্রবার রাতেও ভারতের বিভিন্ন শহরকে টার্গেট করে ড্রোন হামলার চেষ্টা চালায় পাকিস্তান। কিন্তু আবারও সে দেশের সব চক্রান্ত বানচাল করে দিয়েছে ভারতীয় বাহিনী। একাধিক পাক ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে। অমৃতসরে পাক ড্রোন ধ্বংসের ছবি প্রকাশ করেছে ভারতীয় সেনা। 

পাক ড্রোন ধ্বংস।পাক ড্রোন ধ্বংস।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 10 May 2025,
  • अपडेटेड 10:42 AM IST
  • ভারতের কাছে বার বার পর্যদুস্ত হচ্ছে পাকিস্তান।
  • তবুও ভারতের উপর হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বেকায়দায় পড়া পাকিস্তান।
  • একাধিক পাক ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে।

ভারতের কাছে বার বার পর্যদুস্ত হচ্ছে পাকিস্তান। তবুও ভারতের উপর হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বেকায়দায় পড়া পাকিস্তান। শুক্রবার রাতেও ভারতের বিভিন্ন শহরকে টার্গেট করে ড্রোন হামলার চেষ্টা চালায় পাকিস্তান। কিন্তু আবারও সে দেশের সব চক্রান্ত বানচাল করে দিয়েছে ভারতীয় বাহিনী। একাধিক পাক ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে। অমৃতসরে পাক ড্রোন ধ্বংসের ছবি প্রকাশ করেছে ভারতীয় সেনা। 

শনিবার ভারতীয় সেনার অ্যাডিশনাল ডিরেক্টোরেট জেনারেল অফ পাবলিক ইনফর্মেশন এক্স হ্যান্ডলে লিখেছেন যে, পাকিস্তান ড্রোন হামলা চালিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করেছে। ভোর ৫টা নাগাদ অমৃতসরের খাসা ক্যান্টনমেন্ট এলাকায় আকাশে একাধিক শত্রুপক্ষের ড্রোন দেখা যায়। সঙ্গে সঙ্গে ওই ড্রোনগুলিকে ধ্বংস করা হয়েছে। 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা হিসাবে গত বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে মোট ৯টি জায়গায় অপারেশন সিঁদুর অভিযান করে জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তার পাল্টা হিসাবে গত রাতে ভারতের সীমান্ত ঘেঁষা একাধিক শহরে ড্রোন হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। তবে তা কড়া হাতে প্রতিহত করে ভারত। গতরাতে ভারতের একাধিক শহরে ব্ল্যাকআউট করা হয়। বৃহস্পতিবার রাতে জম্মুর পাশাপাশি রাজস্থান, পঞ্জাবের একাংশেও ড্রোন হামলা চালায় পাকিস্তান। তবে তা কড়া হাতে মোকাবিলা করে ভারত। পাল্টা লাহোরে ড্রোন হামলা করে ভারত। 

 দেশের বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের বিভিন্ন সীমান্তে কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, অপারেশন সিঁদুর অভিযান শেষ হয়নি। এখনও চলছে এই অভিযান। একইসঙ্গে রাজনাথ মনে করিয়ে দিয়েছেন যে, ভারত সংঘাতের পক্ষে নয়। তবে হামলা হলে তার যোগ্য জবাব দেওয়া হবে। গতকালই লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে ভারতের ক্ষেপণাস্ত্র। কিন্তু তার পরেও দিশাহারা হয়ে একের পর এক হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান। 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement