Advertisement

Indian Navy: নৌবাহিনী পেল শক্তিশালী অ্যান্টি-সাবমেরিন জলযান ‘অ্যান্ড্রোথ’, তৈরি হয়েছে গার্ডেনরিচে

ভারতীয় নৌবাহিনী তার বহরে যুক্ত করল আরও একটি দেশীয় যুদ্ধজাহাজ। কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) নির্মিত আটটি অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটের (ASW SWC) মধ্যে দ্বিতীয়টি, ‘অ্যান্ড্রোথ’, আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর হাতে পৌঁছেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার পথে এটি এক বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Sep 2025,
  • अपडेटेड 6:32 PM IST
  • ভারতীয় নৌবাহিনী তার বহরে যুক্ত করল আরও একটি দেশীয় যুদ্ধজাহাজ।
  • কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) নির্মিত আটটি অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটের (ASW SWC) মধ্যে দ্বিতীয়টি, ‘অ্যান্ড্রোথ’, আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর হাতে পৌঁছেছে।

ভারতীয় নৌবাহিনী তার বহরে যুক্ত করল আরও একটি দেশীয় যুদ্ধজাহাজ। কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) নির্মিত আটটি অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটের (ASW SWC) মধ্যে দ্বিতীয়টি, ‘অ্যান্ড্রোথ’, আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর হাতে পৌঁছেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার পথে এটি এক বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

জাহাজটির নামকরণ হয়েছে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের অ্যান্ড্রোথ দ্বীপের নাম অনুসারে। দৈর্ঘ্যে প্রায় ৭৭ মিটার, এবং ডিজেল ইঞ্জিন-ওয়াটারজেট সংমিশ্রণে চালিত এই যুদ্ধজাহাজ বর্তমানে ভারতীয় নৌবাহিনীর হাতে থাকা বৃহত্তম অগভীর জলযান।

‘অ্যান্ড্রোথ’-এ রয়েছে অত্যাধুনিক হালকা টর্পেডো, দেশীয়ভাবে তৈরি ASW রকেট এবং উন্নতমানের অগভীর জলের SONAR। এর ফলে উপকূলীয় অঞ্চলে সাবমেরিন শনাক্তকরণ ও প্রতিরোধে নৌবাহিনী আরও শক্তিশালী হবে। পাশাপাশি, মাইন-লেইং এবং উপকূলীয় নজরদারিতেও এই জাহাজ বিশেষ ভূমিকা রাখবে।

এই প্রকল্পে ব্যবহৃত হয়েছে ৮০ শতাংশেরও বেশি দেশীয় সামগ্রী। ইন্ডিয়ান রেজিস্টার অফ শিপিং (IRS)-এর মানদণ্ড মেনে তৈরি এই জাহাজ ভারতের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে আরও সুদৃঢ় করছে।

নৌ বিশেষজ্ঞদের মতে, ‘অ্যান্ড্রোথ’-এর সংযোজন ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং আমদানি নির্ভরতা হ্রাস করে দেশীয় প্রযুক্তি উন্নয়নের পথকে আরও প্রশস্ত করবে।

 

Read more!
Advertisement
Advertisement