ভারতীয় নৌবাহিনী এবার আরও শক্তিশালী নজরদারি প্রযুক্তি পেল। টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL) এবং স্পেনের প্রতিরক্ষা সংস্থা ইন্দ্রার যৌথ উদ্যোগে প্রথম দেশীয় থ্রি-ডি এয়ার সার্ভেইল্যান্স ব়্যাডার (3D-ASR) ল্যানজা-এন চালু হল। ইতিমধ্যেই একটি যুদ্ধজাহাজে এই অত্যাধুনিক ব়্যাডার বসানো হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর ভারতের জন্য এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
ল্যানজা-এন রাডারের বৈশিষ্ট্য
ইন্দ্রার বিখ্যাত ল্যানজা থ্রি-ডি রাডারের নৌ সংস্করণ হল ল্যানজা-এন। বিশ্বের অন্যতম উন্নত এই ব়্যাডার একসঙ্গে আকাশ ও ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তু শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম।
ক্ষমতা: প্রায় ৪৭০ কিমি (২৫৪ নটিক্যাল মাইল)
সনাক্ত করতে সক্ষম: ড্রোন, সুপারসনিক যুদ্ধবিমান, বিকিরণ-বিরোধী ক্ষেপণাস্ত্র, নৌ প্ল্যাটফর্ম প্রতিকূল আবহাওয়াতেও কার্যকর। নৌবাহিনীর অন্যান্য সিস্টেমের সঙ্গে সম্পূর্ণভাবে সংযুক্ত। স্পেনের বাইরে এই প্রথম ল্যানজা-এন ব়্যাডার ব্যবহৃত হচ্ছে। ভারত মহাসাগরের আর্দ্রতা ও উষ্ণ আবহাওয়ার জন্য বিশেষভাবে উপযোগী করা হয়েছে। সমুদ্র পরীক্ষার পর নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে রাডারটি।
টাটা ও ইন্দ্রার সহযোগিতা
২০২০ সালে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে মোট ২৩টি রাডার সরবরাহ করা হবে। এর মধ্যে তিনটি ইন্দ্রা তৈরি করবে এবং বাকি ২০টি ভারতে টাটা। কর্নাটকে স্থাপিত টাটার নতুন রাডার অ্যাসেম্বলি ও পরীক্ষার ইউনিট এই প্রকল্পকে দ্রুততর করছে।
টাটার সিইও সুকরণ সিং বলেন, 'ইন্দ্রার সঙ্গে আমাদের সহযোগিতা ব়্যাডার উৎপাদন ক্ষমতায় এক নতুন অধ্যায় যোগ করেছে। দেশীয় প্রযুক্তি ও সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করার মাধ্যমে আমরা প্রতিরক্ষা ক্ষেত্রে একটি টেকসই বাস্তুতন্ত্র গড়ে তুলছি।'
অন্যদিকে, ইন্দ্রার নৌ ব্যবসা বিভাগের প্রধান আনা বুয়েন্দিয়া জানান, 'এটি কেবল ব়্যাডার সরবরাহ নয়, বরং ভারতে স্থানীয় উৎপাদন ও পরিষেবা কেন্দ্র তৈরির দিকেও এক বড় পদক্ষেপ।'
ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধি
ফ্রিগেট, ডেস্ট্রয়ার এবং বিমানবাহী জাহাজে ধাপে ধাপে এই ব়্যাডার বসানো হবে। প্রথম কমিশন করা রাডার ইতিমধ্যেই একটি যুদ্ধজাহাজে সক্রিয় হয়েছে। এর ফলে ভারতীয় নৌবাহিনী শত্রু দেশের ড্রোন, জেট ও ক্ষেপণাস্ত্র মোকাবিলায় আরও শক্তিশালী হয়ে উঠবে।