
অরুণাচল প্রদেশ নিয়ে মন্তব্য করায় চিনে প্রায় ১৫ ঘণ্টা আটক অনন্ত মিত্তল নামে এক ভ্লগার। 'অন রোড ইন্ডিয়ান' নামে একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়। ওই ভারতীয় ভ্লগার দাবি করেছেন চিনের অভিবাসন কেন্দ্রে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। হতাশায় কান্নাকাটি করা ছাড়া তাঁর আর কোনও উপায় ছিল না।
আটকের সময় তাঁর অসহায়তার অনুভূতি প্রকাশ পায়। তাঁকে বারবার বলতে শোনা যায়, 'হামারি কোয়ি অওকাত নেহি'। তাঁর ইনস্টাগ্রাম পোস্টে, বিরক্তিকর অভিজ্ঞতা বর্ণনা করে একটি ভিডিও শেয়ার করেন।
ঘটনাটি ঘটে ১৬ নভেম্বর। চিনে তাঁকে প্রায় ১৫ ঘণ্টা আটকে রাখার পর তাঁকে মুক্তি দেওয়া হয়। তিনি বলেন, তাঁর কোনও রাজনৈতিক যোগসূত্র বা খারাপ উদ্দেশ্য নেই। কেবল ঘোরার মধ্যে দিয়ে বিশ্বকে দেখাতে চান।
ইনস্টাগ্রামে তিনি বলেন, "কারও প্রতি আমার কোনও ঘৃণা নেই। আমি শুধু সবাইকে ভালোবাসি। আমার চোখ দিয়ে আপনাদের সঙ্গে এই পৃথিবী ভাগ করে নিই। আমি কোনও রাজনৈতিক অ্যাজেন্ডার সঙ্গে যুক্ত নই।"
অনন্ত আরও ব্যাখ্যা করেন, তিনি তিন বছর ধরে উত্তর-পূর্বে পড়াশোনা করেছেন। এই অঞ্চলের সঙ্গে গভীরভাবে সংযুক্ত।
সম্প্রতি, অরুণাচল প্রদেশের প্রেমা নামে এক ভারতীয় নাগরিক জাপানে যাওয়ার সময় সাংহাই বিমানবন্দরে ১৮ ঘণ্টা অগ্নিপরীক্ষার মুখোমুখি হন। এক মাস পর এই ঘটনা ঘটল। চিনে আটক, হয়রানি করা হয় বলে অভিযোগ। প্রেমার মতে, ভারতীয় পাসপোর্ট পরীক্ষা করার পর তাঁকে চিহ্নিত করেন। দাবি করেন, অরুণাচল প্রদেশ চিনের অংশ, এই কারণে এটি অবৈধ।