চাকরি দেওয়ার নামে মায়ানমার ও থাইল্য়ান্ডে নিয়ে যাওয়া হয়েছিল অনেক ভারতীয়কে। তাঁদের মধ্যে ২৬৬ জনকে ফেরানো হল দেশে। মঙ্গলবার বায়ুসেনার বিশেষ বিমানে তাঁদের দেশে নিয়ে আসা হয়। জানিয়েছে বিদেশ মন্ত্রক। তার আগে সোমবারও ২৮৩ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।
'বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিদেশ মন্ত্রকের তরফে ২৬৬ জন ভারতীয়কে বায়ুসেনার বিমানে নিরাপদে দেশে ফেরানো হয়েছে। সোমবারও ভারতে ফেরানো হয়েছিল ২৮৩ জনকে। ভারত সরকার থাইল্যান্ড ও মায়ানমার সরকারের সঙ্গে অবিরাম যোগাযোগ রেখে চলেছে। ভারতীয়দের যাতে নিরাপদে দেশে ফেরানো যায়, সেদিকে নজর রাখছে কেন্দ্র।'
সোমবার একটি বিবৃতিতে ভারত সরকার জানায়, চাকরি দেওয়ার নামে থাইল্যান্ড ও মায়ানমারে ডাকা হয়েছিল অনেক ভারতীয়কে। চাকরি পাবেন বলে ওই দুই দেশে গিয়েওছিলেন অনেকে। তবে তাঁদের চাকরি দেওয়া হয়নি। বরং সীমান্তে তাঁদের সাইবার অপরাধের সঙ্গে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল।
বিবৃতিতে আরও দাবি করা হয়, নাগাল্যন্ড ও মায়ানমারে যারা আটকে রয়েছেন, তাঁদের সেখান থেকে উদ্ধার করার বিষয়ে ভারত সরকার বদ্ধপরিকর। সরকারের তরফে চেষ্টার কোনও ত্রুটি রাখা হচ্ছে না।
MEA জানিয়েছে, চাকরির টোপ দিয়ে অনেকে প্রতারণা করে থাকে। সেই বিষয়ে সরকার আগেই সতর্ক করেছিল। এই ধরনের চাকরির টোপ বেশি দেওয়া হয় সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। আর তাতেই ফাঁদে পা দেয় বেকাররা।
কেন্দ্র সতর্ক করে জানিয়েছে, বিদেশে কেউ চাকরি করতে যে কোম্পানিতে যাচ্ছেন সেই সম্পর্কে ভালোভাবে খবর নেওয়া জরুরি। তারপরই চাকরির জন্য হ্য়াঁ বলা প্রয়োজন।