Advertisement

Indias Global Outreach: জাপানে সন্ত্রাস বিরোধী অভিযানের কথা তুলে ধরলেন অভিষেকরা, ভারতকে সমর্থন UAE-ও

পাকিস্তান থেকে ছড়ানো সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কড়া অবস্থানকে বিশ্বমঞ্চে তুলে ধরতে সক্রিয় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। 'অপারেশন সিঁদুর'-এর সাফল্যের পর আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান তুলে ধরতে সাতটি সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল পাঠানো হয়েছে বিশ্বের ৩৩টি রাজধানীতে।

বিদেশে ভারতের প্রতিনিধিদল।-ফাইল ছবিবিদেশে ভারতের প্রতিনিধিদল।-ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 22 May 2025,
  • अपडेटेड 4:57 PM IST
  • পাকিস্তান থেকে ছড়ানো সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কড়া অবস্থানকে বিশ্বমঞ্চে তুলে ধরতে সক্রিয় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার।
  • 'অপারেশন সিঁদুর'-এর সাফল্যের পর আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান তুলে ধরতে সাতটি সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল পাঠানো হয়েছে বিশ্বের ৩৩টি রাজধানীতে।

পাকিস্তান থেকে ছড়ানো সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কড়া অবস্থানকে বিশ্বমঞ্চে তুলে ধরতে সক্রিয় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। 'অপারেশন সিঁদুর'-এর সাফল্যের পর আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান তুলে ধরতে সাতটি সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল পাঠানো হয়েছে বিশ্বের ৩৩টি রাজধানীতে। এরই অংশ হিসেবে একটি প্রতিনিধি দল জাপান এবং অপর একটি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে। দুই দেশেই ভারতকে স্পষ্ট সমর্থনের বার্তা মিলেছে।

আবুধাবিতে সন্ত্রাসবিরোধী বার্তা
শিবসেনা সাংসদ ডাঃ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে ভারতের একটি সংসদীয় প্রতিনিধি দল আবুধাবি সফরে যান। সেখানে তাঁরা আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের সদস্য আহমেদ মীর খৌরির সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনায় ভারতের পক্ষ থেকে তুলে ধরা হয় পাকিস্তানের মাটি থেকে ছড়ানো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদের হুমকি।

এক্স (প্রাক্তন টুইটার)-এ শিন্ডে লেখেন, “অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতের ঐতিহাসিক সাফল্য গর্বের সঙ্গে তুলে ধরেছি। পাকিস্তান থেকে ছড়ানো সন্ত্রাসবাদের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।”

প্রতিনিধি দলে কারা ছিলেন?
শিন্ডে ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন বিজেপি সাংসদ মনন কুমার মিশ্র, সস্মিত পাত্র (বিজেডি), ই টি মোহাম্মদ বশীর (IUML), এস এস আহলুওয়ালিয়া (বিজেপি), অতুল গর্গ (বিজেপি), বাঁসুরি স্বরাজ (বিজেপি), প্রাক্তন কূটনীতিক সুজন চিনয় ও আবুধাবিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুধীর সানজা।

আমিরাত সরকার প্রতিনিধিদের স্পষ্ট জানিয়ে দেয়, 'কোনও ধর্ম বা দেশই নিরীহ মানুষ হত্যার সমর্থন করতে পারে না।'

ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানায়, 'সংযুক্ত আরব আমিরাতই প্রথম দেশ যারা বহুদলীয় প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়ে ভারতকে সমর্থন জানিয়েছে। এতে দুই দেশের গভীর সম্পর্কের প্রতিফলন ঘটে।'

টোকিওতেও সমর্থনের বার্তা
অন্যদিকে, জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে জাপান সফরে গিয়েছেন আরেক প্রতিনিধি দল। তাঁদের মধ্যে ছিলেন বিজেপি সাংসদ অপরাজিতা সারঙ্গি, ব্রিজলাল, হেমাঙ্গ যোশী ও প্রধান বড়ুয়া, কংগ্রেস নেতা সালমান খুরশিদ, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিপিআই (এম)-এর জন ব্রিটাস ও প্রাক্তন কূটনীতিক মোহন কুমার।

Advertisement

জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইওয়াইয়া এ দলের সঙ্গে বৈঠকে বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাপান ভারতের পাশে রয়েছে।”

ভারতীয় দূতাবাস জানায়, 'সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদের যে হুমকি ভারত বরাবরই মোকাবিলা করে এসেছে, তা বিভিন্ন আলোচনা ও মিটিংয়ে তুলে ধরা হবে।'

আন্তর্জাতিক প্রচারে ভারত
এই কূটনৈতিক অভিযানকে বলা হচ্ছে ভারতের 'সন্ত্রাসবিরোধী আন্তর্জাতিক প্রচার'। পাকিস্তানের ষড়যন্ত্র ও ভারতীয় সেনার সাফল্য (অপারেশন সিঁদুর) তুলে ধরার লক্ষ্যে বিশ্বের সাতটি পৃথক দলকে বিভিন্ন রাজধানীতে পাঠানো হয়েছে। প্রতিটি দলেই থাকছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি—যা প্রমাণ করে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ঐক্যবদ্ধ।

 

Read more!
Advertisement
Advertisement