আবারও মাঝ আকাশে বিমান বিভ্রাট! বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগোর কলকাতা-শ্রীনগর উড়ান। কলকাতা থেকে ওড়ার পর বারাণসী বিমানবন্দরে জরুরি অবতরণ করে সেটি। বারাণসী পুলিশ জানিয়েছে,'১৬৬ জন যাত্রী এবং বিমানকর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তারা ঘটনার তদন্ত করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিমানবন্দরের কাজকর্ম স্বাভাবিক রয়েছে'।
জানা গিয়েছে, বিপদ বুঝে ইন্ডিগোর বিমান চালক বারাণসী বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করেন। জ্বালানি লিকেজের বিষয়টি জানান। এটিসির থেকে অনুমতি চান বারাণসী বিমানবন্দর জরুরি অবতরণের। অনুমতি পাওয়ার পর বিমানটি বিকেল ৪টে ১০ মিনিটে রানওয়েতে নিরাপদে অবতরণ করে। বিমানটি পরিদর্শন ও মেরামত শুরু করেন ইঞ্জিনিয়াররা। বিমানবন্দর কর্তারা জানিয়েছেন, মেরামতের পর বিমানটি গন্তব্যে রওনা দেবে।
বুধবার শ্রীনগরগামী 6E-6961-কে উড়ান জরুরি অবতরণ করে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে। বারাণসী পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে,'গোমতী জোন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২২ অক্টোবর কলকাতা থেকে শ্রীনগরগামী ইন্ডিগো এয়ারলাইন্সের উড়ান (6E-6961) জ্বালানি লিকেজ সম্পর্কে একটি অভিযোগ মেলে। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়ানটি। বিমানে মোট ১৬৬ জন যাত্রী এবং বিমানকর্মী ছিলেন। সমস্ত যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিকল্প উড়ানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাঁদের অ্যারাইভাল এরিয়ায় বসানো হয়'।
এর আগে ১০ অক্টোবর ইন্ডিগোর উড়ান ৬ই-৭২৫৩, মাদুরাই থেকে ৭৬ জন যাত্রী নিয়ে চেন্নাই যাচ্ছিল। সামনের কাঁচে ফাটল ধরেছিল। রাত ১১টা ১২ মিনিটে ওড়ার পর পাইলট দেখতে পান, বিমানের সামনের কাঁচ ভেঙে গিয়েছে। চেন্নাই বিমানবন্দরের এটিসিকে বিষয়টি জানান। জরুরি অবতরণের অনুমতি চান। অনুমতি মেলে। অবতরণের পর সমস্ত যাত্রীকে নিরাপদে নামানো হয়। ঠিক হয় ভাঙা কাঁচ।