এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা। এর মধ্যেই বুধবার সন্ধেয় মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে বিপত্তি। দেখা দিল যান্ত্রিক ত্রুটি। জরুরি অবতরণ করানো হল মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গিয়েছে, ওই উড়ানটি দিল্লি থেকে গোয়ার উদ্দেশে যাচ্ছিল।
সূত্রের খবর, বিমানটি ওড়ার পর রাত ৯টা ২৫ মিনিটে আপৎকালীন পরিস্থিতি সম্পর্কে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান পাইলট। রাত ৯টা ৪২ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে মুম্বইয়ে। যাত্রীরা সকলেই নিরাপদে আছেন।
জানা গিয়েছে, দিল্লি থেকে গোয়ার উদ্দেশে যাচ্ছিল ইন্ডিগোর উড়ান 6E-231। ওড়ার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সূত্রের খবর,মাঝ আকাশে বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর পাইলট সঙ্গে সঙ্গে এটিসিকে অবহিত করেন। মুম্বইয়ে জরুরি অবতরণের অনুমতি চান। রাত ৯টা ২৫ মিনিটে জরুরি অ্যালার্ম বাজানোর পর বিমানবন্দরে আপৎকালীন প্রোটোকল জারি করা হয়। দমকল এবং অ্যাম্বুলেন্স স্ট্যান্ডবাই রাখা হয়। রাত ৯টা ৪২ মিনিটে বিমানটি মুম্বাই বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
ইন্ডিগোর বিবৃতি
উড়ান সংস্থা বিবৃতি জারি করে জানায়,১৬ জুলাই দিল্লি থেকে গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় 6E-231 উড়ানে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। যথাবিহিত বিধি মেনে বিমানটিকে ঘুরিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমানটির ওড়ার আগে দরকারি পরীক্ষা করা হবে। যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। শীঘ্রই যাত্রীদের নিয়ে সেটি উড়ে যাবে। যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমাও চেয়েছে ইন্ডিগো।