Advertisement

Indore: পুরসভার জলে বিষক্রিয়ায় অন্তত ৭ জনের মৃত্যু, হাসপাতালে শতাধিক

পুরসভার সরবরাহ করা পানীয় জলেই ছড়াল বিষক্রিয়া, মধ্যপ্রদেশের ইনদওরে এক ভয়াবহ জনস্বাস্থ্য সংকট সামনে এসেছে। গত কয়েক দিনে দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক মানুষ। মৃত্যু হয়েছে অন্তত সাত জনের। যদিও প্রশাসন সরকারি ভাবে এখনও তিন জনের মৃত্যুর কথাই নিশ্চিত করেছে, শহরের মেয়র স্পষ্ট জানিয়েছেন, প্রাণহানির সংখ্যা আরও বেশি।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 31 Dec 2025,
  • अपडेटेड 3:53 PM IST
  • পুরসভার সরবরাহ করা পানীয় জলেই ছড়াল বিষক্রিয়া। 
  • মধ্যপ্রদেশের ইনদোরে মর্মান্তিক ঘটনা। গত কয়েক দিনে দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক মানুষ।

পুরসভার সরবরাহ করা পানীয় জলেই ছড়াল বিষক্রিয়া। মধ্যপ্রদেশের ইনদোরে মর্মান্তিক ঘটনা। গত কয়েক দিনে দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক মানুষ। মৃত্যু হয়েছে অন্তত সাত জনের। যদিও প্রশাসন সরকারি ভাবে এখনও তিন জনের মৃত্যুর কথাই নিশ্চিত করেছে, শহরের মেয়র স্পষ্ট জানিয়েছেন, প্রাণহানির সংখ্যা আরও বেশি।

এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ইনদওরের ভগীরথপুরা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরসভার দেওয়া পানীয় জল থেকেই এই বিপর্যয়। কীভাবে জল দূষিত হল, তা এখনও সরকারি ভাবে চূড়ান্তভাবে জানানো না হলেও প্রাথমিক তদন্তে গুরুতর গাফিলতির ইঙ্গিত মিলেছে।

পাইপলাইনের ছিদ্র থেকেই দূষণ?
ইনদোরের পুরকমিশনার দিলীপ কুমার যাদব একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন। সেই রিপোর্ট অনুযায়ী, ভগীরথপুরা এলাকায় পুরসভার পানীয় জলের মূল পাইপলাইনে ছিদ্র ধরা পড়েছিল। ওই পাইপলাইনের উপরেই একটি শৌচাগার নির্মাণ করা হয়েছিল। অনুমান করা হচ্ছে, সেখান থেকেই নোংরা জল পানীয় জলের সঙ্গে মিশে দূষণ ছড়িয়েছে।

আগেই অভিযোগ, শোনা হয়নি
ভগীরথপুরা এলাকার কাউন্সিলর কমল বঘেলা জানিয়েছেন, ২৫ ডিসেম্বর থেকেই এলাকাবাসী পানীয় জলে অস্বাভাবিক দুর্গন্ধের অভিযোগ করছিলেন। তাঁর দাবি, একাধিকবার পুর কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বঘেলা বলেন, 'ওই জল পান করার পরই মানুষ অসুস্থ হতে শুরু করেন। কীভাবে জল দূষিত হয়েছে, তা পরীক্ষাগারে নমুনা পরীক্ষার পরই স্পষ্ট হবে।'

একের পর এক অসুস্থতা, মৃত্যু
পেট খারাপ, ঘন ঘন বমি, শরীর দুর্বল হয়ে পড়া, এই উপসর্গ নিয়েই হাসপাতালে ভর্তি হচ্ছেন আক্রান্তরা। অবস্থার অবনতি হয়ে মৃত্যু হয়েছে একাধিক মানুষের। এই ঘটনাকে ঘিরে জনস্বাস্থ্য নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। ভগীরথপুরা এলাকায় মোট ২,৭০৩টি বাড়িতে প্রায় ১২ হাজার মানুষ বাস করেন। 

সরকারি সূত্রে জানা গিয়েছে, ১,১৪৬ জনের শরীরে মৃদু উপসর্গ দেখা দিয়েছে। ১১১ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ১৪ জন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন

Advertisement

প্রশাসনের স্বীকারোক্তি ও কড়া পদক্ষেপ
বুধবার মেয়র পুষ্যমিত্র ভার্গব জানান, 'সরকারি ভাবে তিন জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে। তবে আরও চার জনের মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে।' তিনি এই ঘটনার দায় স্বীকার করে বলেন, যাঁদের গাফিলতিতে এই পরিস্থিতি তৈরি হয়েছে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, তিনি যত বড় আধিকারিকই হন না কেন।

ইতিমধ্যেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য সরকার। পাশাপাশি পুরপ্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে, ইনদোর পুরসভার এক জোনাল অফিসার ও এক সহকারী ইঞ্জিনিয়ারকে নিলম্বিত করা হয়েছে। এক সাব-ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয়েছে

ক্ষতিপূরণ ঘোষণা
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। পাশাপাশি অসুস্থদের চিকিৎসার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে বলেও জানানো হয়েছে। দূষিত পানীয় জলকে কেন্দ্র করে ইনদওরের এই ঘটনা ফের একবার নগর প্রশাসনের দায়িত্বহীনতা ও জনস্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনে দিয়েছে, এমনটাই মত রাজনৈতিক ও সামাজিক মহলের।

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement