
মানুষকে ফাঁদে ফেলার নিত্যনতুন ফন্দি খুঁজে বেড়াচ্ছে স্ক্যামাররা। মাঝে মধ্যে তারা ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখায়। তার মাধ্যমে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। আর এ বার আরও একধাপ উপরে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামানের আআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিও ব্যবহার করছে তারা। সেই ভিডিও ব্যবহার করছে একাধিক স্টক ট্রেডিং অ্যাপ বলে অভিযোগ। আর তা নিয়ে বেঙ্গালুরু পুলিশের সাইবার ক্রাইম শাখা স্বতপ্রণোদিত হয়ে শুরু করেছে তদন্ত।
তবে শুধু নির্মলা সীতারামান নন, পাশাপাশি বিরাট কোহলি থেকে শুরু করে একাধিক সেলিব্রিটির ফেক ভিডিও ঘুরে বেড়াচ্ছে। সেগুলি ব্যবহারও করছে বিভিন্ন অ্যাপ। যার ফলে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। তারা নানা ফাঁদে পা দিয়ে ফেলছেন।
ফেক স্টক ট্রেডিং অ্যাপেই এই ভিডিওর রমরমা
একটি রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে, সাব ইন্সপেক্টর রোহিনি রেড্ডি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ১ এবং ৩ নভেম্বর কয়েকটি ভিডিও পান। এই সব ভিডিওতে অনন্ত আম্বানি থেকে শুরু করে নির্মলা সীতারামন সহ একাধিক সেলিব্রিটিকে দেখা যায়।
এই ভিডিওগুলিতে অ্যাপ ডাউনলোড, রেজিস্টার এবং ইনভেস্ট করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি এই বিনিয়োগের মাধ্যমে ভাল রিটার্ন মিলবে বলেও দেওয়া হয় প্রতিশ্রুতি। যতদূর খবর, এই ডিপফেক ভিডিওগুলিতে বলা হয়, নির্দিষ্ট অ্যাপে টাকা ইনভেস্ট করলে ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা ফেরত পাওয়া যাবে।
পুলিশের দাবি, এই সব ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করা হয়। যার ফলে আইটি অ্যাক্ট এবং ইন্ডিয়ান পিনাল কোডের সেকশন ৩১৮-এর অধীনে করা হয়েছে মামলা।
এই ভুল করবেন না
মাথায় রাখবেন স্ক্যামারার এখন নানা উপায়ে মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। আর সেই সব কৌশলের মধ্যে উপরের দিকেই রয়েছে ডিপফেক ভিডিও। এক্ষেত্রে স্ক্যামাররা সেলিব্রিটিদের ডিপেফেক ভিডিও বানাচ্ছে। সেই ভিডিওতে সেলিব্রিটিদের মুখ থেকে একাধিক অ্যাপ এবং স্কিম ব্যবহার করার কথা বলা হচ্ছে। তাই এখন থেকে সাবধান হন। এই ধরনের ভিডিও সামনে এলে কোনওভাবেই তাতে ক্লিক করবেন না। নইলে আপনার কাছ থেকে বড়সড় টাকা উড়ে যেতে পারে।
কীভাবে বুঝবেন ফেক?
এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে। তাই সাবধান হন। জেনে নিন কীভাবে চিনবেন ডিপ ফেক-
১. প্রথমত এই ধরনের ভিডিওর কোয়ালিটি খারাপ হয়
২. অডিও এবং ভিডিওর মধ্যে কোনও মিল থাকবে না
৩. লিপ সিঙ্ক হবে না
তাই এই বিষয়গুলির দিকে নজর রাখুন।