
সঞ্চার সাথী অ্যাপ নিয়ে কেন্দ্রের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই জোর বিতর্ক। সোমবারই সঞ্চার সাথী অ্যাপ নিয়ে নির্দেশিকা দিয়ে কেন্দ্র জানিয়েছিল, সমস্ত দেশবাসীর ফোনে বাধ্যতামূলকভাবে থাকতে হবে 'সঞ্চার সাথী' অ্যাপ। আর এরপরেই জল্পনা শুরু হয়েছে, তবে কি এবার সকল দেশবাসীর ফোনেও নজরদারি করতে চাইছে মোদী সরকার?
কেন্দ্রের নির্দেশের পরেই বিষয়টি নিয়ে পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরাম। তিনি লেখেন, "এটা পেগাসাস প্লাস প্লাস। বড় ভাই (কটাক্ষ করেছেন মোদীকে) আমাদের ফোন ও ব্যক্তিগত জীবন পুরোপুরি দখল করে নেবেন।"
কার্তির এই পোস্টে কিছুটা অতিরঞ্জিত বিষয় থাকলেও এক্স হ্যান্ডেলে তাঁর এই মতামত নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়। বহু নেটিজেনরা এই পোস্ট শেয়ারও করতে শুরু করেছেন। বিশেষ করে বিজেপি বিরোধী শিবিরের তরফে পোস্টটি ঝড়ের বেগে ভাইরাল করা হচ্ছে। অনেকের মনে সন্দেহ দেখা দিচ্ছে, তবে কি সঞ্চার সাথী কেন্দ্রের 'পেগাসাস'? এক এক্স ব্যবহারকারী লিখেছেন, "তাহলে কি সরকার এখন অফিসিয়াল ভাবে সাধারণ মানুষের উপর নজরদারি শুরু করল?"
সঞ্চারসাথী নিয়ে কেন্দ্রের এই নির্দেশের তীব্র প্রতিবাদ করেছেন রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "সব মোবাইলে সঞ্চার সাথী অ্যাপ সব মোবাইলে ইনবিল্ড ফিচার হিসেবে ইনস্টল করতে বলা হয়েছে, এটা 'বিগ বসের' নজরদারি ছাড়া আর কিছুই নয়। ব্যক্তিগত ফোনে এমন নজরদারির তীব্র প্রতিবাদ করা হবে।"
রাজনৈতিক বিশেষজ্ঞ তেহসিন পুনওয়ালাও কিন্তু বিরোধীদের সুরেই সুর মিলিয়েছেন। তিনি জানান, "প্রত্যেকের ফোনে আগে থেকে এই অ্যাপ ইনস্টল করিয়ে রাখা এবং সেটি আন ইনস্টল করার অপশন না দেওয়ার মাধ্যমে সরকার নিরাপত্তার মোড়কে আমাদের ফোন, লোকেশন ও মেসেজের উপর নজরদারি করতে পারে।"
কী কারণে এই জলঘোলা হচ্ছে?
পুরো জলঘোলা হচ্ছে সঞ্চার সাথী অ্যাপ নিয়ে। কেন্দ্রের টেলি যোগাযোগ বিভাগের (DoT) তরফে মোবাইল ফোন নির্মাতাদের নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত নতুন মোবাইলে 'সঞ্চার সাথী' অ্যাপটি আগে থেকে ইনস্টল করা বাধ্যতামূলক এবং এটি আন ইনস্টল করা যাবে না। পাশাপাশি পুরনো ফোনেও সফটওয়ার আপডেটের মাধ্যমে এই অ্যাপ ইনস্টল করা হবে।
কেন্দ্র জানিয়েছে, সাইবার প্রতারণা রোধ করতে টেলিকম সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং ভুয়ো বা ডুপ্লিকেট IMEI সহ ডিভাইসের সমস্যা মোকাবিলা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পেগাসাস কী?
পেগাসাস হল ইসরায়েলি কোম্পানি এনএসও-এর তৈরি একটি স্পাইওয়্যার যা আইওএস এবং অ্যান্ড্রয়েড মোবাইলে গোপনে ইনস্টল করার জন্য ডিজাইন করা। দূরে বসেও কোনও ব্যক্তির ফোনে এই অ্যাপ ইনস্টল করা যায়। কেন্দ্রের সঞ্চার সাথীকে এই অ্যাপের সঙ্গেই তুলনা টানতে শুরু করেছেন বিরোধীরা। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের উপর নজরদারি করা হবে অনুমান করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।